TRENDING:

বহুদিনের দাবি মেনে বেতন বাড়ছে এই সরকারি কর্মচারীদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লাগাতার ১৬ দিন ধরে চলা ধর্মঘটের পর অবশেষে দাবিপূরণ। বুধবার গ্রামীণ ডাক সেবকদের সমস্ত দাবি মেনে মজুরি বৃদ্ধির প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। প্রায় তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ডাক সেবকদের মূল বেতন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ধর্মঘট প্রত্যাহার করে নেন ডাক সেবকরা।
advertisement

একলাফে গ্রামীণ ডাক সেবকদের মূল বেতন তিনগুণ বাড়লেও নয়া বেতন পরিকাঠামো অনুযায়ী গড়ে গ্রাম সেবকদের বেতন ৫৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেল। নয়া বেতন হার কার্যকর হবে ২০১৬ সালের জানুয়ারি থেকেই। এযাবত বকেয়া টাকা ডাক সেবকদের অ্যাকাউন্টে জমা পড়বে এক কিস্তিতেই। এর ফলে ২০১৮-১৯ সালে খরচ হবে অতিরিক্ত ১,২৫৭.৭৫ কোটি টাকা।

advertisement

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে টেলিকম মন্ত্রী মনোজ সিং ঘোষণা করেন, বেতন সংশোধন কমিটির সুপারিশ মেনেই গ্রামীণ ডাক সেবকদের মজুরি বাড়ানো হচ্ছে । একইসঙ্গে বছরে ৩ শতাংশ করে বেতন বৃদ্ধির প্রস্তাবেও সম্মতি দিয়েছে কেন্দ্র ।

আরও পড়ুন 

গাড়ি করে এসে সদ্যোজাতকে ফেলে গেলেন মহিলা, দেখুন ভিডিও

advertisement

বেতন পরিকাঠামো সংশোধনের পর গ্রামীণ ডাক সেবকদের মোট বেতন গড়ে ২৫০০ টাকা থেকে ৩০০০ হাজার টাকা বৃদ্ধি পেল। বিপিএম-রা আগে পেতেন ১২ হাজার টাকা এখন পাবেন ১৪৫০০ টাকা। এছাড়াও এ বি পি এম-দের আগের বেতন ছিল ১০ হাজার টাকা তা এখন দাঁড়াল প্রায় ১২ হাজার টাকায়।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও বেতন পরিকাঠামো সংশোধনের দাবি করে আসছিলেন গ্রামীণ ডাক সেবকরা। অনাদায়ে গত ২২ মে থেকে দেশ জুড়ে গ্রামীণ ডাকঘরগুলিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন ডাক সেবকেরা। টানা ১৬ দিনের ডাক সেবকদের ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়ে ডাক পরিষেবা। চরম অসুবিধায় পড়েছিলেন লক্ষ লক্ষ ডাক গ্রাহক। অবশেষে বুধবার ডাক সেবকদের প্রস্তাব মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তাদের বেতন বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর দেয় ক্যাবিনেট।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বহুদিনের দাবি মেনে বেতন বাড়ছে এই সরকারি কর্মচারীদের