একলাফে গ্রামীণ ডাক সেবকদের মূল বেতন তিনগুণ বাড়লেও নয়া বেতন পরিকাঠামো অনুযায়ী গড়ে গ্রাম সেবকদের বেতন ৫৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেল। নয়া বেতন হার কার্যকর হবে ২০১৬ সালের জানুয়ারি থেকেই। এযাবত বকেয়া টাকা ডাক সেবকদের অ্যাকাউন্টে জমা পড়বে এক কিস্তিতেই। এর ফলে ২০১৮-১৯ সালে খরচ হবে অতিরিক্ত ১,২৫৭.৭৫ কোটি টাকা।
advertisement
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে টেলিকম মন্ত্রী মনোজ সিং ঘোষণা করেন, বেতন সংশোধন কমিটির সুপারিশ মেনেই গ্রামীণ ডাক সেবকদের মজুরি বাড়ানো হচ্ছে । একইসঙ্গে বছরে ৩ শতাংশ করে বেতন বৃদ্ধির প্রস্তাবেও সম্মতি দিয়েছে কেন্দ্র ।
আরও পড়ুন
গাড়ি করে এসে সদ্যোজাতকে ফেলে গেলেন মহিলা, দেখুন ভিডিও
বেতন পরিকাঠামো সংশোধনের পর গ্রামীণ ডাক সেবকদের মোট বেতন গড়ে ২৫০০ টাকা থেকে ৩০০০ হাজার টাকা বৃদ্ধি পেল। বিপিএম-রা আগে পেতেন ১২ হাজার টাকা এখন পাবেন ১৪৫০০ টাকা। এছাড়াও এ বি পি এম-দের আগের বেতন ছিল ১০ হাজার টাকা তা এখন দাঁড়াল প্রায় ১২ হাজার টাকায়।
দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও বেতন পরিকাঠামো সংশোধনের দাবি করে আসছিলেন গ্রামীণ ডাক সেবকরা। অনাদায়ে গত ২২ মে থেকে দেশ জুড়ে গ্রামীণ ডাকঘরগুলিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন ডাক সেবকেরা। টানা ১৬ দিনের ডাক সেবকদের ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়ে ডাক পরিষেবা। চরম অসুবিধায় পড়েছিলেন লক্ষ লক্ষ ডাক গ্রাহক। অবশেষে বুধবার ডাক সেবকদের প্রস্তাব মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তাদের বেতন বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর দেয় ক্যাবিনেট।