TRENDING:

টাকা তোলার জন্য আর লাগবে না ডেবিট কার্ড !

Last Updated:

কোটাক মহিন্দ্রার তরফে অবশ্য জানানো হয়েছে কার্ডলেস লেনদেনের পাশাপাশি তারা আরও অন্যান্য নতুন পরিষেবা নিয়ে আসতে চলেছে গ্রাহকদের সুবিধার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের পর এবার কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক নিয়ে এল নতুন এই পরিষেবা ৷ এবার এটিএম থেকে টাকা তোলার জন্য আর লাগবে না ডেবিট কার্ড ৷ স্টেট ব্যাঙ্ক এই কার্ডলেস পরিষেবা চালু করে জানিয়েছিল যে এই পরিষেবা গ্রাহকদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করবে ৷ কোটাক মহিন্দ্রার তরফে অবশ্য জানানো হয়েছে কার্ডলেস লেনদেনের পাশাপাশি তারা আরও অন্যান্য নতুন পরিষেবা নিয়ে আসতে চলেছে গ্রাহকদের সুবিধার জন্য ৷ যেমন গ্রাহকরা ব্যাঙ্কের ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার সুবিধার মাধ্যমে দেশের মধ্যে যে কোনও জায়গায় যে কাউকে টাকা পাঠাতে পারবেন ৷
advertisement

ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে কার্ডলেস পরিষেবা অত্যন্ত সহজ এবং সুরক্ষিত ৷ গ্রাহকদের আর ডেবিট কার্ড নিয়ে বেরোতে হবে না ৷ এই পরিষেবার সুবিধা নেওয়ার জন্য প্রথমে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে লগ ইন করতে হবে ৷

এরপর রেজিস্ট্রেশন করতে হবে ৷ নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে ৷ গ্রাহকদের রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়া কেবল একবার পূরণ করতে হবে ৷ সেল্ফ উইথড্রয়েলের জন্য নিজের নাম রেজিস্টার করতে হবে ৷ রেজিস্ট্রেশন হওয়ার পর নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যে ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার শুরু করা যেতে পারে ৷ সুরক্ষার জন্য গ্রাহকদের একটি কোড সেট করতে হতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর গ্রাহকরা ব্যাঙ্কের যে কোনও এটিএম থেকে কার্ডলেস উইথড্রয়েলের বিকল্প সিলেক্ট করে বিনা ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন ৷ টাকা তোলার জন্য গ্রাহকদের নিজের মোবাইল নম্বর, এসএমএস কোড ও টাকার অঙ্ক ফিলআপ করতে হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকা তোলার জন্য আর লাগবে না ডেবিট কার্ড !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল