বেতনভোগী কর্মচারীদের ইমার্জ ডেবিট কার্ড ৫০ হাজার টাকার বেশি সুবিধার সঙ্গে দেওয়া হবে ৷ পাশাপাশি টাইম্স প্রাইমের বার্ষিক মেম্বরশিপ ৬০ হাজার টাকার বেশি বেনিফিটের সঙ্গে মিলবে ৷
লকার, ট্রেডিং অ্যাকাউন্ট ও লোনের দরকারে প্রেফারেন্সিয়াল প্রাইসিং হবে ৷ লয়াল্টি প্রোগ্রামের মাধ্যমে দ্বিগুণ লয়াল্টি রিওয়ার্ড পয়েন্টস মিলবে ৷ সিঙ্গল ও ফ্যামিলি অ্যাকাউন্টের জন্য রিলেশনসিপ ম্যানেজারের সুবিধা মিলবে ৷
advertisement
কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে সোয়াপ করার সুবিধা মিলবে ৷ এমএসএম-ই গ্রাহকদের বিক্রেতা ও কর্মচারীদের এমএসএমই গ্রুপ পেমেন্টের সুবিধা মিলবে ৷
অনলাইন ফান্ড জোগার করার জন্য ই-কালেক্টের সেটআপ করা হবে ৷
প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন সুদের হার ও ওভারড্রাফ্ট সুবিধা ৷ vHealth by Aetna বার্ষিক মেম্বরশিপ মিলবে ৷ এর জেরে ১৫০০০ টাকার বেশি হেলথ কেয়ার বেনিফিটস মিলবে ৷
নির্দিষ্ট ভেরিয়েন্টে প্রথম বছর বিনামূল্যে লকার মিলবে ৷