TRENDING:

ফের কবে ব্যাপক ছাড় ফ্লিপকার্টে ?

Last Updated:

এখন অনলাইন মার্কেটের চাহিদা বিপুল ৷ মানুষ সময়ে পেলেই অনলাইন শপিং করে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এখন অনলাইন মার্কেটের চাহিদা বিপুল ৷ মানুষ সময়ে পেলেই অনলাইন শপিং করে থাকে ৷ পুজোর জামাকাপড় এবং অন্যান্য জিনিসপত্র কেনার বিষয়টা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বাঙালিরা ৷ কিন্তু এসবের মধ্যেও তাঁরা খোঁজ রাখছেন অনলাইনে নিজের পছন্দের সামগ্রীর দাম কমল কি না ৷  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বেশ কিছুদিন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে চলল ব্যাপক সেল ৷ ঠিক একই ধরণের সেল আবার কবে পাওয়া যাবে ? সেটাই প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে ৷ সেই উত্তরটা দিয়েছে সংস্থা ৷
advertisement

ফ্লিপকার্ট তাদের পরবর্তী বিগ বিলিয়ন সেলের তারিখ ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে। তবে সেটা অবশ্য পুজোর ঠিক পরেই ৷ আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী এই বিগ বিলিয়ন সেল চলবে ফ্লিপকার্টে। এই বিগ বিলিয়ন সেল ‘ফ্লিপকার্ট’ এবং ‘মিন্ত্রা’ এই দুটি সাইটেই পাওয়া যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দিওয়ালির কথা মাথায় রেখেই ফ্লিপকার্টের হেড অফ কমার্স মুকেশ বনশল জানিয়েছেন যে, ‘‘ অক্টোবর মাসে আমাদের দেশের বেশিরভাগ মানুষ কেনাকাটা করেন। মোবাইলের মাধ্যমে ৭৫ শতাংশ মানুষ এখন জিনিস কেনেন। সে কারণেই প্রধাণত এই সময়ে বিগ বিলিয়ন অফার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের কবে ব্যাপক ছাড় ফ্লিপকার্টে ?