আমরা আজকাল প্রায়ই এমন কিছু ছবি বা ভিডিও দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় যা, হাস্যোদ্রেক করে। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে মানুষ কোনও ভাবেই হাসি চাপতে পারছে না।
advertisement
উত্তরপ্রদেশের মোরাদাবাদে ব্যাঙ্কের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। টাকা তোলার জন্য যে উইথড্রয়াল বা জমা দেওয়ার জন্য যে ডিপোজিট স্লিপ দেওয়া হয়, তেমনই একটি স্লিপের ছবি ভাইরাল হয়েছে। যিনিই একবার দেখছেন স্লিপটি, তিনিই আর হাসি থামাতে পারছেন না।
সাধারণত এই ধরনের স্লিপ ব্যাঙ্ক থেকে দেওয়া হয়। কিছু ব্যক্তিগত তথ্য লিখে তা পূরণ করতে হয় গ্রাহককে। স্লিপে ইংরিজি ও হিন্দি দু’টি ভাষা ব্যবহার করা হয়। সেখানেই ফর্ম পূরণ করতে গিয়ে কোনও গ্রাহক এমন কিছু কথা লিখে ফেলেছেন যা দেখে হাসির হররা ছুটেছে ইন্টারনেটে।
আরও পড়ুন: TDS রিফান্ড এল? কীভাবে বুঝবেন, দেখে নিন এখনই!
সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিস্থিতি এখন এমনই, যে কখন কী দেখা যায়, তা নিয়ে কোনও মানুষই খুব নিশ্চিত নন। কিছু ভাইরাল ভিডিও মন ছুঁয়ে যায়, আবার কোনও কোনটি হাসির তুফান তোলে। তেমনই ভিডিও এটি।
তবে এটি নতুন ভিডিও নয়। বরং দীর্ঘদিনের পুরনো একটি ভিডিও আবার নতুন করে ভাইরাল হতে শুরু করেছে। আর তাতেই হাসি চেপে রাখতে পারছেন না সমাজ মাধ্যমের বাসিন্দারা।
ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, একটি ব্যাঙ্কের ডিপোজিট স্লিপ। যেখানে একজন ব্যক্তি ‘অ্যামাউন্ট’ কলামে নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে এমন কিছু কথা লিখে ফেলেছেন যা হাসির রোল তুলেছে।
ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে যে গ্রাহক যে ডিপোজিট স্লিপটি পূরণ করেছেন, তাতে নগদ জমা করার জন্য তাঁর সমস্ত ব্যক্তিগত তথ্য লিখেছেন। শুধু যেখানে ‘অ্যামাউন্ট’ বা ‘রাশি’ লেখা কলাম ছিল সেখানে তিনি টাকার অঙ্ক না বসিয়ে লিখে ফেলেছেন ‘তুলারাশি’।
মোরাদাবাদের একটি ব্যাঙ্ক শাখার এই ভিডিও দেখে মানুষ কেবল হেসেই চলেছে।