TRENDING:

ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে এ কী করলেন গ্রাহক! ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে উঠেছে আম জনতার

Last Updated:

আমরা আজকাল প্রায়ই এমন কিছু ছবি বা ভিডিও দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় যা, হাস্যোদ্রেক করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোরাদাবাদ: জীবনের যেকোনও অসঙ্গতিতেই মানুষ হাসে। আবার এই অসঙ্গতির মাত্রার বেড়ে গেলেই তা যেকোনও মানুষের দুঃখের কারণ হতে পারে। ইদানীং ইন্টারনেটের দৌলতে এই হাসাহাসি ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে।
advertisement

আমরা আজকাল প্রায়ই এমন কিছু ছবি বা ভিডিও দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় যা, হাস্যোদ্রেক করে। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে মানুষ কোনও ভাবেই হাসি চাপতে পারছে না।

আরও পড়ুন: ৩০ জুনের মধ্যে Pan-Aadhaar লিঙ্ক করানো হয়নি? ভয়ের কোনও কারণ নেই! জেনে নিন এর পরের পদক্ষেপ কী হওয়া উচিত!

advertisement

উত্তরপ্রদেশের মোরাদাবাদে ব্যাঙ্কের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। টাকা তোলার জন্য যে উইথড্রয়াল বা জমা দেওয়ার জন্য যে ডিপোজিট স্লিপ দেওয়া হয়, তেমনই একটি স্লিপের ছবি ভাইরাল হয়েছে। যিনিই একবার দেখছেন স্লিপটি, তিনিই আর হাসি থামাতে পারছেন না।

সাধারণত এই ধরনের স্লিপ ব্যাঙ্ক থেকে দেওয়া হয়। কিছু ব্যক্তিগত তথ্য লিখে তা পূরণ করতে হয় গ্রাহককে। স্লিপে ইংরিজি ও হিন্দি দু’টি ভাষা ব্যবহার করা হয়। সেখানেই ফর্ম পূরণ করতে গিয়ে কোনও গ্রাহক এমন কিছু কথা লিখে ফেলেছেন যা দেখে হাসির হররা ছুটেছে ইন্টারনেটে।

advertisement

আরও পড়ুন: TDS রিফান্ড এল? কীভাবে বুঝবেন, দেখে নিন এখনই!

সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিস্থিতি এখন এমনই, যে কখন কী দেখা যায়, তা নিয়ে কোনও মানুষই খুব নিশ্চিত নন। কিছু ভাইরাল ভিডিও মন ছুঁয়ে যায়, আবার কোনও কোনটি হাসির তুফান তোলে। তেমনই ভিডিও এটি।

তবে এটি নতুন ভিডিও নয়। বরং দীর্ঘদিনের পুরনো একটি ভিডিও আবার নতুন করে ভাইরাল হতে শুরু করেছে। আর তাতেই হাসি চেপে রাখতে পারছেন না সমাজ মাধ্যমের বাসিন্দারা।

advertisement

ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, একটি ব্যাঙ্কের ডিপোজিট স্লিপ। যেখানে একজন ব্যক্তি ‘অ্যামাউন্ট’ কলামে নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে এমন কিছু কথা লিখে ফেলেছেন যা হাসির রোল তুলেছে।

ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে যে গ্রাহক যে ডিপোজিট স্লিপটি পূরণ করেছেন, তাতে নগদ জমা করার জন্য তাঁর সমস্ত ব্যক্তিগত তথ্য লিখেছেন। শুধু যেখানে ‘অ্যামাউন্ট’ বা ‘রাশি’ লেখা কলাম ছিল সেখানে তিনি টাকার অঙ্ক না বসিয়ে লিখে ফেলেছেন ‘তুলারাশি’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মোরাদাবাদের একটি ব্যাঙ্ক শাখার এই ভিডিও দেখে মানুষ কেবল হেসেই চলেছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে এ কী করলেন গ্রাহক! ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে উঠেছে আম জনতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল