গত বছর ঠিক এই সময় অর্থাৎ ২০২১ সালের মার্চ মাসে বেদান্তের শেয়ারের (Share Market) দাম ছিল ২২৩ টাকা। তার এক বছর আগে, ২০২০ সালের ৩ এপ্রিল এই স্টক ৬২ টাকায় নেমে গিয়েছিল। সেই সময় থেকে এই স্টক ৫৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকী চলতি বছরের শুরুতেও বেদান্তের শেয়ার ১৩ শতাংশ পড়ে গিয়েছিল। সেখান থেকে দ্রুত ঘুরে দাঁড়িয়েছে তারা।
advertisement
আরও পড়ুন: ৩১ মার্চ থেকে চেকে আর টাকা দেওয়া যাবে না মিউচুয়াল ফান্ডে, কেন এই সিদ্ধান্ত?
এখনই এই স্টক কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মানি কন্ট্রোলের মতে, খুব সম্প্রতি কর্তৃপক্ষ কোম্পানির ঋণ কমানোর পরিকল্পনা নিয়ে বিশদে ব্যাখ্যা করেছে। বৈদ্যুতিক যানবাহন এবং পুনর্নবীকরণযোগ্য পণ্যগুলির চাহিদা বৃদ্ধির কারণে ভবিষ্যতে ধাতু এবং খনিজগুলির চাহিদাও আরও বাড়বে। তাই মানি কন্ট্রোলের মতো অনেক বাজার বিশেষজ্ঞই মনে করছেন, বেদান্তের স্টকের দাম পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে। তাই এই কোম্পানির শেয়ার কেনার জন্য এটাই সবচেয়ে ভালো সময় বলে দাবি তাঁদের।
সিস্টেমেটিক্স ইনস্টিটিউশনাল ইক্যুইটিস-ও বেদান্তের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, ৫৬৭ টাকার মধ্যে এই শেয়ার কিনে রাখা উচিত। দেশের উৎপাদনকারী সংস্থাগুলির তালিকায় টাটা স্টিলের পরে তৃতীয় সবচেয়ে লাভজনক সংস্থা বেদান্ত৷ সিস্টেমেটিক্স ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের মতে, বিনিয়োগকারীদের বেদান্তের স্টক হাতছাড়া করা উচিত হবে না।
আইআইএফএল সিকিউরিটিজ-ও বেদান্ত লিমিটেডের শেয়ার কেনার পরামর্শও দিয়েছে। লক্ষ্য মূল্য দেওয়া হয়েছে ৪২৪ টাকা।
আরও পড়ুন: স্টার্ট আপ বিনিয়োগকারীদের স্বস্তি, বড় আপডেট দিল কেন্দ্র, জেনে নিন কী কী সুবিধা হবে!
তবে মতিলাল অসওয়ালের মৌলিক বিশ্লেষক 'নিরপেক্ষ' রেটিং-সহ বেদান্ত লিমিটেডের শেয়ারের লক্ষ্য মূল্য ৪৫৯ টাকা রেখেছে। অন্যান্য বিশ্লেষকদের থেকে তাঁদের দাবি কিছুটা ভিন্ন। ব্রোকারেজ বলেছে যে স্টকটি ইতিমধ্যে গত এক বছরে ৮০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। তাই অদূর ভবিষ্যতে এটি খুব বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা উচিত নয়।
উল্লেখ্য, বেদান্ত লিমিটেড বিশ্বের নেতৃস্থানীয় বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদ কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির প্রধানত দস্তা, সিসা, সিলভার, অ্যালুমিনিয়াম, তামা, লোহা, তেল ও গ্যাস এবং বাণিজ্যিক শক্তির উপর ফোকাস করে। ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া জুড়ে এদের ব্যবসা ছড়িয়ে আছে।