TRENDING:

উবের ইন্ডিয়ার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট

Last Updated:

ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে এই মুহূর্তে ব্র্যান্ড ভ্যালুতে এক নম্বরে রয়েছেন বিরাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এবার অ্যাপ ক্যাবেও বিরাট ৷ উবের ইন্ডিয়ার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর নির্বাচিত হলেন বিরাট কোহলি ৷ এই প্রথম এশিয়া প্যাসিফিক অঞ্চলে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ করল উবের।  গত মাসেই লিভারপুলের ফুটবলার মহম্মদ সালাহকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে কোম্পানি। তারপর আরও এক ক্রীড়াবিদ বিরাটের সঙ্গে গাঁটছড়া বাঁধল উবের। উবের ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট অমিত জৈন জানান, ‘' বিরাটের মতো এক পার্টনারকে খুঁজছিলাম যার প্রতিফলন ভারতের প্রতিদিনের রাস্তায় পড়বে। ’'
advertisement

উবের ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হওয়ার পর বিরাট বলেন, ‘' ক্রিকেটার হিসেবে আমাকে অনেক জায়গায় ঘুরতে হয়।ব্যক্তিগতভাবে আমিও অনেক সময় উবের বুকিং করেছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সংস্থা বিভিন্ন শহরে সাধারণ মানুষের পথ চলার সুবিধা করেছে। উবের ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত খুশি। তবে মানুষের প্রতি আমাদের দায়বদ্ধ থাকতে হবে। ’’

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
উবের ইন্ডিয়ার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট