TRENDING:

Multibagger Stock: এই মাল্টিব্যাগার স্টকটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে রিটার্ন হবে ৬৩ লক্ষ টাকা, আপনি কি কিনেছেন?

Last Updated:

Multibagger Stock: গত ৫ বছরে, অ্যাস্ট্রাল পাইপসের শেয়ারের দাম প্রায় ৪১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৩২ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গত এক বছরে অ্যাস্ট্রাল পাইপস (Astral Pipes) ভালো পারফরম্যান্স না করলেও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে এই স্টকটি। গত ১০ বছরে, NSE-তে অ্যাস্ট্রাল পাইপসের শেয়ারের দাম ২৫.৭৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৩২.৬০ টাকা। তবে গত এক মাসে অ্যাস্ট্রাল পাইপসের শেয়ারের দাম ১৬৩২.৬০ টাকা থেকে কমে হয়েছে ১৬১২ টাকা। এই সময়ে স্টক মার্কেটে অ্যাস্ট্রাল পাইপসের শেয়ারে পতন হয়েছে প্রায় পাঁচ শতাংশ। YTD টাইমে, অ্যাস্ট্রাল পাইপসের শেয়ারের দাম ২৩৩২ টাকা থেকে কমে হয়েছে ১৬৩২ টাকা, এই সময়ে প্রায় ৩০ শতাংশ পতন হয়েছে। গত ৬ মাসে, এই স্টকটি ২২৬৫ টাকা থেকে কমে হয়েছে ১৬৩২ টাকা, এই সময়ে প্রায় ২৮ শতাংশ পতন হতে দেখা গিয়েছে৷ এছাড়া গত এক বছরে, অ্যাস্ট্রাল পাইপসের শেয়ারের দাম প্রায় ১৯৫০ টাকা থেকে কমে হয়েছে ১৬৩২ টাকা, এই সময়ে প্রায় ১৬ শতাংশ পতন হয়েছে।
advertisement

আরও পড়ুন: আরও সস্তা হল সোনা, ১০ গ্রামের দাম জানলে চমকে যাবেন আপনিও.....

বর্তমানে এই কোম্পানিটি ফোকাসে রয়েছে, কারণ জেম পেইন্টস (Gem Paints) থেকে বরাদ্দ ১৯৪ কোটি টাকার ঐচ্ছিক পরিবর্তনশীল ডিবেঞ্চারে সদস্যতা নিয়েছে এই কোম্পানি। এছাড়া জেম পেইন্টস ও ইশা পেইন্টসের (Esha Paints) বোর্ডে সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের নিয়োগ করেছে এই কোম্পানি। এককথায় জেম পেইন্টস ও ইশা পেইন্টস বর্তমানে অ্যাস্ট্রাল পাইপসের একটি সাবসিডিয়ারি ও স্টেপ-ডাউন সাবসিডিয়ারি হয়ে উঠেছে।

advertisement

গত ৫ বছরে, অ্যাস্ট্রাল পাইপসের শেয়ারের দাম প্রায় ৪১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৩২ টাকা। এই সময়ে প্রায় ২৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই ভাবে, গত ১০ বছরে NSE-তে অ্যাস্ট্রাল পাইপসের শেয়ারের দাম প্রায় ২৫.৭৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৩২.৬০ টাকা, এই সময়ে বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০০০ শতাংশ। গত ১০ বছরে এই শেয়ারে বিনিয়োগকারীরা ৫১.৪৩ শতাংশ বার্ষিক রিটার্ন পেয়েছে। যদি একজন বিনিয়োগকারী ১০ বছর আগে ১ লক্ষ টাকা এই মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগ করে থাকেন তবে তাঁর ১ লক্ষ টাকা এখন বেড়ে ৬৩ লক্ষ টাকারও বেশি হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: রান্নার তেলের দাম প্রতি লিটারে কমেছে প্রায় ২০ টাকা! রইল এই বিষয়ে খুঁটিনাটি সমস্ত

কেন বিশ্লেষকরা একে ভালো চোখে দেখছেন?

চতুর্থ ত্রৈমাসিকে পতন হওয়া সত্ত্বেও, বিশ্লেষকরা বেশ কয়েকটি কারণে অ্যাস্ট্রাল পাইপসের প্রতি আগ্রহী। প্রথমত, নির্মাণের কাজ বৃদ্ধি পাওয়া এবং বুনিয়াদি কাঠামোর ওপর সরকারের নজর থাকার কারণে পাইপের চাহিদা বাড়বে বলে অনুমান করা হচ্ছে। দ্বিতীয়ত, ভালো পণ্যের মিশ্রণ দিয়ে তৈরীর মাধ্যমে ২০২৩-২৪ সালে EBITDA-তে উন্নত হবে বলে অনুমান করা হচ্ছে। তৃতীয়ত, জেম পেইন্টসের ৫১ শতাংশ শেয়ারও রয়েছে এই কোম্পানিটি কাছে, এর ফলে অ্যাস্ট্রালের পেইন্টসের ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে। চতুর্থত, গত পাঁচ বছরে কোম্পানিটি ১০০০ কোটি টাকার পুঁজি খরচ করেছে।

advertisement

আরও পড়ুন: গাড়ির ট্যাঙ্ক ভর্তি করার আগে চেক করে নিন পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম....

তাহলে এই স্টকে কি বিনিয়োগ করা উচিত?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অ্যাক্সিস সিকিউরিটিজ জুন মাসের শীর্ষ স্টক তালিকার মাধ্যমে অ্যাস্ট্রাল লিমিটেডকে ‘বাই’ বাস্কেটে অন্তর্ভুক্ত করেছে। রিপোর্ট অনুযায়ী, “অ্যাস্ট্রাল পাইপিং সেগমেন্টে বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ, যা গত ৪ বছরে অন্য স্টকের মধ্যে সর্বোচ্চ।”

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stock: এই মাল্টিব্যাগার স্টকটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে রিটার্ন হবে ৬৩ লক্ষ টাকা, আপনি কি কিনেছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল