TRENDING:

Money Making Tips: বিজ্ঞানসম্মত উপায়ে সরকারি সহযোগিতা নিয়ে ফুলের চাষ, মালামাল হলেন এক ব্যক্তি

Last Updated:

Money Making Tips: এই ফুলের চাষ করে মাসে বেশ ভাল লাভ হবে আপনার, জানুন রঙিন এই ফুলের চাষের গুরুত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বর্তমান দিনে বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন ধরনের ফুল বা ফলের চাষ করে স্বনির্ভর হচ্ছেন বহু মানুষ। শুধু তাই নয়, নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অন্যান্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সৌখিন ফুল চাষ করে স্বনির্ভর হচ্ছেন এক ব্যক্তি।
advertisement

শুধু তাই নয়, বিশাল আকার জায়গা জুড়ে এই বিশেষ ফুল চাষ করে একদিকে যেমন লাভের দিশা দেখছেন নিজে, তেমনই অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। সরকারি সহযোগিতা নিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে প্রায় ১০০০ বর্গ মিটার অর্থাৎ প্রায় ২২ ডেসিমেল জায়গাতে তিনি চাষ করেছেন এই ফুল। মাসিক বেশ ভালো আয় জুটছে তার।

আরও পড়ুন: পাহাড়ের কোলে মুলো চাষ করে আয় করুন লক্ষ লক্ষ টাকা! জানুন পদ্ধতি

advertisement

বর্তমান দিনে বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশন হোক কিংবা মেয়েদের সাজ সজ্জায় ব্যবহৃত হয় জারবেরা ফুল। বর্তমান দিনে এই জারবেরা ফুলে চাহিদা বাজারে বেশি। তাই গ্রাহকদের চাহিদা থাকায় বাজারের দাম রয়েছে বেশ। সরকারি সহযোগিতা নিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে পলি হাউসের মধ্যে এই জারবেরা ফুলের চাষ করেছেন এক ব্যক্তি। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ধনেশ্বরপুর এলাকার জানিসার আক্তার নিজের বাড়িতেই প্রায় ২২ ডেসিমেল জায়গাতে এই ফুলের চাষ করেছেন। তার কাছে রয়েছে প্রায় ১০ থেকে ১২ একটি বিভিন্ন রঙের ফুল। প্রতিদিন নিয়মিত পরিচর্যায় তিনি এই ফুলের চাষ করেছেন।

advertisement

View More

আরও পড়ুন: হু হু করে বেড়েই চলেছে সোনার দাম ! দেখে নিন কলকাতায় কত হল

প্রসঙ্গত সরকারি সুবিধা ছাড়া প্রায় এক হাজার বর্গমিটার জায়গায় এই জারবেরা ফুলের চাষ করতে খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। চাষির বক্তব্য মত, সারা বছর ফুল পাওয়া যায় এই জারবেরা বাগান থেকে। বিক্রি হয় স্থানীয় কোলাঘাট বাজার এবং কলকাতায়। দামও রয়েছে ভালোই। শুধু তাই নয়, জারবেরা ফুলের চাহিদা থাকায়, প্রতিমাসে এই বাগান থেকে প্রায় ২৫ হাজার টাকা লাভ পাওয়া যায়।

advertisement

স্বাভাবিকভাবে গাছের যত্ন, পরিচর্যা এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করে মালামাল হতে পারবেন আপনিও। মিলবে সরকারি সহায়তা। বাজারেও এই ফুলের চাহিদা রয়েছে বেশ। স্বাভাবিকভাবে নিজের স্বনির্ভর হওয়ার পাশাপাশি অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বিজ্ঞানসম্মত উপায়ে সরকারি সহযোগিতা নিয়ে ফুলের চাষ, মালামাল হলেন এক ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল