এখনও পর্যন্ত যা খবর, আমেরিকায় টেসলার একটি গাড়ির যা দাম পড়ে, ভারতে তার দ্বিগুন দাম দিতে হবে৷ শুধু তাই নয়, ভারতের এক একটি শহরে গাড়ির দাম হবে এক এক রকম৷ আপাতত ভারতের তিনটি শহরে টেসলার গাড়ির রেজিস্ট্রেশন করানো যাচ্ছে৷ সেগুলি হল দিল্লি, মুম্বাই এবং গুরুগ্রাম৷ এর মধ্যে গাড়ির দাম সবথেকে বেশি হবে গুরুগ্রামে৷
advertisement
যেমন টেসলার মডেল ওয়াই রিয়ার হুইল ড্রাইভ গাড়িটির দাম গুরুগ্রামে পড়বে ৬৬ লক্ষ ৭৬ হাজার ৮৩১ টাকা৷ এই মডেলটিরই লং রেঞ্জ ভার্সন নিতে গেলে গুরুগ্রামে দাম পড়বে ৭৫ লক্ষ ৬১ হাজার ২১ টাকা৷ দুটি মডেলের ক্ষেত্রেই জিএসটি এবং রোড ট্যাক্স ধরা রয়েছে৷
কিন্তু এই দুটি মডেলের দামই মুম্বাই এবং দিল্লিতে অনেকটা কম পড়বে৷ কারণ এই দুই শহরেই ইভি গাড়ি কেনায় উৎসাহ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু ছাড় এবং সুবিধা দেওয়া হয়৷ ইভি গাড়ির রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন খরচও এই দুই শহরে অনেকটা কম৷ কিন্তু গুরুগ্রামে সেই সুবিধে নেই৷ যে কারণে দামের ফারাক অনেকটা হয়ে যাচ্ছে৷
দেখা যাচ্ছে গুরুগ্রামে মডেল ওয়াই রিয়ার হুইল ড্রাইভ গাড়িটির দাম পড়ছে ৬১ লক্ষ ৬ হাজার টাকা মতো৷ যা গুরুগ্রামের তুলনায় প্রায় ৭ লক্ষ টাকা কম৷ লং রেঞ্জ মডেলটির ক্ষেত্রেও গুরুগ্রামের তুলনায় দিল্লির দামের ফারাক প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার মতো৷ মুম্বাইতেও এই টেসলার এই দুটি মডেলের গাড়ির দামই কমবেশি দিল্লির মতোই পড়বে৷
গুরুগ্রামে যেখানে টেসলার কম দামি মডেলটি কিনতে গেলেও ৩ লক্ষ ৩০ হাজার টাকা রোড ট্যাক্স দিতে হবে, সেখানে দিল্লি এবং মুম্বাইয়ে তা মাত্র ৭৫০০ টাকা৷
টেসলার গাড়ি অনলাইনে বুক করতে গেলে প্রথমে ২২,২২০ টাকা দিতে হবে৷ এর পর সাত দিনের মধ্যে আরও ৩ লক্ষ টাকা দিতে হবে৷ এই টাকা পুরোটাই অফেরতযোগ্য অগ্রিম হিসেবে নেবে সংস্থা৷
মজার বিষয় হল, টেসলার কম দামি যে ওয়াই মডেলটির দাম ভারতে ৬১ লক্ষ টাকার বেশি পড়ছে, সেটিরই এই মুহূর্তে দাম ৩৭,৪৯০ মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় যা ৩২ লক্ষ টাকা মতো৷