TRENDING:

Budget 2023: বাজেটে এই ৫ আয়কর ছাড়ের ব্যবস্থা করা হোক, নির্মলার কাছে দাবি মধ্যবিত্তদের!

Last Updated:

ক্লিয়ার-এর প্রতিষ্ঠাতা এবং সিইও অর্চিত গুপ্তা ৫টি বিষয় উল্লেখ করেছেন। দেখে নেওয়া যাক সেগুলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাজেটের প্রহর গোনা শুরু। কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি আয়কর সংস্কারের ঘোষণা করবেন, সেদিকেই যাবতীয় আগ্রহ। তবেই ট্যাক্সের খরচ কমবে। সুরাহা হবে মধ্যবিত্তের। ১ ফেব্রুয়ারির বাজেট নিয়ে প্রত্যাশা অনেক বেশি কারণ এটাই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটকে জনপ্রিয় করতে মনমোহিনী ধাঁচে সাজানো হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যবিত্তদের আশা ৮০সি, ৮০ডি, ৮৭এ ইত্যাদির মতো বিভিন্ন ধারার অধীনে করছাড়ের সীমা বৃদ্ধি পাবে। নির্মলা সীতারমণের কাছ থেকে মধ্যবিত্তরা কোন আয়কর সংস্কার আশা করছেন? ক্লিয়ার-এর প্রতিষ্ঠাতা এবং সিইও অর্চিত গুপ্তা ৫টি বিষয় উল্লেখ করেছেন। দেখে নেওয়া যাক সেগুলো।
advertisement

মৌলিক ছাড়ের সীমা বৃদ্ধি: খরচ বাড়ানোর জন্য বেশ কয়েকটি বিকল্প বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে যেটা একাধিক প্রতিবেদনে উঠে এসেছে সেটা হল মৌলিক কর ছাড়ের সীমা ২.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার ভাবনা। মৌলিক ছাড়ের সীমা ৫ লাখ টাকা পর্যন্ত করা হলে উপার্জনকারী আবাসিক ব্যক্তিদের উপর হয়ত কোনও প্রভাব পড়বে না, কারণ তাঁরা ধারা ৮৭এ-র অধীনে ছাড় পান। তবে তাঁদের জন্যও বাধ্যতামূলক ট্যাক্স রিটার্ন দাখিল করার প্রয়োজনীয়তা দূর হবে। সবচেয়ে উপকৃত হবেন ছোট করদাতারা।

advertisement

আরও পড়ুন: ফের বাড়ল জ্বালানি তেলের দাম,কলকাতায় কত হল দেখে নিন

ধারা ৮০সি-র সীমা বৃদ্ধি: ধারা ৮০সি-র অধীনে বিনিয়োগ বা প্রিমিয়ামে ১.৫ লাখ টাকা কর ছাড় পাওয়া যায়। কিন্তু এক দশকেরও বেশি সময় এই নিয়মে কোনও পরিবর্তন হয়নি। বৃহত্তর কর সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ বাড়ানোর জন্য ৮০সি ধারার সীমা বৃদ্ধি করা প্রয়োজন।

advertisement

আরও পড়ুন: সরকারের নয়া উদ্যোগ! এই স্কিমে মিলবে ১ কোটি পর্যন্ত টাকা ঋণ!

ধারা ৮০ডি-র সীমা সংশোধন: ভারতীয় মধ্যবিত্তরা সাশ্রয়ী মূল্যের আবাসন, উন্নত স্বাস্থ্যসেবা-সহ জীবনযাত্রার মান বাড়ানোর উপায় খুঁজছে। কোভিড পরবর্তী চিকিৎসা বিমার ব্যয় বেড়েছে। পাশাপাশি মধ্যবিত্তদের উপর আর্থিক বোঝা কমাতেও এই থ্রেশহোল্ডের সীমা বাড়ানো উচিত। ডাক্তারের ফিজ, ডায়াগনস্টিক সেন্টারের খরচের মতো স্বাস্থ্য খাতের খরচ অন্তর্ভুক্ত করার জন্যও ধারা ৮০ডি-র সীমা বাড়ানো প্রয়োজন।

advertisement

বাড়ির ক্রেতাদের স্বস্তি: মধ্যবিত্তদের কাছে বাড়ি কেনা আজও বিলাসিতা। এই বোঝা উপশম করতেই করদাতারা ২ লক্ষের বর্তমান সীমা থেকে হোম লোনের সুদের হারে ডিডাকশনের সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো: পাঁচ বছর আগে ২০১৮-১৯ অর্থবর্ষে স্ট্যান্ডার্ড ডিডাকশন চালু হয়। এখন, চিকিৎসা ব্যয় এবং জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে, স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করার দাবি জানাচ্ছে মধ্যবিত্ত শ্রেণী।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2023: বাজেটে এই ৫ আয়কর ছাড়ের ব্যবস্থা করা হোক, নির্মলার কাছে দাবি মধ্যবিত্তদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল