TRENDING:

দীপাবলি বোনাসের টাকায় কী করবেন? লোন শোধ না কি বিনিয়োগ? জেনে নিন বিশেষজ্ঞদের মত!

Last Updated:

কোনটা করলে সবচেয়ে বেশি লাভ হতে পারে? জেনে নেওয়া যাক এই নিয়ে বিশেষজ্ঞদের মতামত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুজোর মরশুম প্রায় শেষ। কেটে গেল দীপাবলিও। তবে দীপাবলির বোনাস কি পুজোয় খরচ হয়ে গিয়েছে? যদি না হয় তাহলে সঠিক জায়গায় রেখে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। অনেকেই দীপাবলির বোনাসের টাকায় বিনিয়োগ করেন। কেউ আবার ব্যয় করেন ঋণ পরিশোধে। কিন্তু কোনটা করলে সবচেয়ে বেশি লাভ হতে পারে? জেনে নেওয়া যাক এই নিয়ে বিশেষজ্ঞদের মতামত।
advertisement

বিনিয়োগ উপদেষ্টা বলওয়ান্ত জৈন বলেছেন, বোনাসের টাকা মিউচুয়াল ফান্ড বা এফডি-তে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিতে পারে। তবে এফডি-র সুদের হার বেশ কম, ৭ শতাংশের কাছাকাছি। মিউচুয়াল ফান্ডে বেশি লাভের জন্য বেশি টাকাও বিনিয়োগ করতে হয়। তবে চাইলে এসআইপি-র মাধ্যমেও বিনিয়োগ করা যায়। এতে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যাবে। স্টক মার্কেট সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকলে বোনাসের টাকা ইক্যুইটি মার্কেটে বিনিয়োগ করা যায়। এখানে ঝুঁকি আছে বটে, কিন্তু ঠিকঠাক ঘোড়ার উপর বাজি ধরতে পারলে প্রচুর মুনাফাও পাওয়া যাবে। বোনাসের টাকায় ঋণ পরিশোধের কথা ভাবলে সেটাও ভাল বিকল্প হতে পারে।

advertisement

আরও পড়ুন: পরিচিত কেউ কাজ করেন? বিপুল কর্মী ছাঁটাই করতে চলেছে এই সংস্থা

ক্রমবর্ধমান সুদের হারের মধ্যে ঋণের বোঝা কমাতে হবে: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত রেপো রেট বাড়াচ্ছে। সেই অনুপাতে ঋণের সুদের হারও বাড়ছে। এমন পরিস্থিতিতে, ইএমআই-এর বোঝা যতটা সম্ভব কমানো গুরুত্বপূর্ণ। ঋণের প্রি-পেমেন্ট করতে চাইলে উচ্চ সুদের হার আছে এমন ঋণে টাকা রাখতে হবে। ব্যাঙ্কগুলি ক্রেডিট কার্ড এবং ব্যক্তিগত ঋণের উপর বেশি সুদ নেয়। এই ঋণগুলো মেটালে বা পূর্বে পরিশোধ করলে ইএমআই-এর বোঝা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

advertisement

আরও পড়ুন: অনেকটাই দাম কমল সোনা ও রুপোর! এখনই কি সোনা কেনার সঠিক সময় ?

হোম লোন প্রিপেমেন্ট সবচেয়ে কার্যকর: হোম লোন নিলে দীপাবলির বোনাসের টাকায় তা মেটানো বা প্রিপেমেন্ট করাই ভাল। এই ছোট পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে বড় সুবিধে মিলতে পারে। হোম লোনের মূল পরিমাণ এবং সুদের হার, দুটি অংশ রয়েছে। লোন প্রিপেমেন্ট করলে, এই পরিমাণ নিয়মিত ইএমআই থেকে বেশি হয় এবং মূল পরিমাণে রাখা হয়। অর্থাৎ, মূল পরিমাণ কমে যায়। যেহেতু, মূল পরিমাণের উপর সুদ নেওয়া হয়, তাই ইএমআই-তে যোগ করা সুদও কমে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সঞ্চয়ের গণিত: বোনাসে থোক টাকা পেলে সেটা একক বিনিয়োগ করা যায়। লিকুইড ফান্ডে রাখাই বুদ্ধিমানের কাজ। এখানে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ মিলবে, যখন ইচ্ছে তোলাও যাবে। এখন যদি কেউ হোম লোনের ইএমআইতে অতিরিক্ত ২০০০ টাকা মেটান তাহলে দীর্ঘমেয়াদে বিশাল সঞ্চয় হতে পারে। ধরা যাক, কেউ ২০ বছরের জন্য ৯,৫ শতাংশ সুদে ২০ লক্ষ টাকা লোন নিয়েছেন, যার ইএমআই ১৮,৬৪৩ টাকা। এই ক্ষেত্রে, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত মোট ২৪,৭৪,৩২০ টাকা সুদ হিসেবে দিতে হবে। কিন্তু যদি কেউ প্রতি মাসে ২০০০ টাকার অতিরিক্ত দেন, তাহলে ঋণের পুরো মেয়াদের ৫৫টি ইএমআই বাঁচবে। এর মানে হল তিনি প্রায় ৬,৬০, ৫৮৫ টাকা সাশ্রয় করলেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দীপাবলি বোনাসের টাকায় কী করবেন? লোন শোধ না কি বিনিয়োগ? জেনে নিন বিশেষজ্ঞদের মত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল