TRENDING:

মাত্র ১৯৯ টাকায় স্টেট ব্যাঙ্ক দিচ্ছে এই বিশেষ পরিষেবা!

Last Updated:

এই পরিষেবার জন্য সবচেয়ে প্রথমে YONO অ্যাপে লগইন করতে হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ কয়েকটি পরিষেবা ৷ শনিবার ইনকাম ট্যাক্স ডে উপলক্ষ্যে স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের বিনামূল্যে ট্যাক্স রিটার্ন দেওয়ার জন্য সুযোগ দেওয়া হচ্ছে ৷ স্টেট ব্যাঙ্কের তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷
advertisement

advertisement

এসবিআই ট্যুইট করে জানিয়েছে,‘করদাতারা YONO অ্যাপে Tax2win-র সাহায্যে রিটার্ন ফাইল করতে পারবেন ৷’ সিএ সার্ভিসও নিতে পারবেন গ্রাহকরা ৷ তবে এর জন্য ফি দিতে হবে ৷ এই পরিষেবা ১৯৯ টাকায় শুরু হচ্ছে ৷ সিএ-র ন্যূনতম চার্জ ৫৪৯ টাকা হয়, কিন্তু এদিন স্পেশ্যাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৷ দেখে নিন কীভাবে এই পরিষেবার সুবিধা পাবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

এই পরিষেবার জন্য সবচেয়ে প্রথমে YONO অ্যাপে লগইন করতে হবে ৷ এরপর যেতে হবে শপ অ্যান্ড অর্ডারে ৷ এবার যেতে হবে ট্যাক্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ৷ এরপর দেখতে পাবেন Tax2Win ৷ Tax2Win করদাতাদের জন্য একটি ই-ফাইলিং প্ল্যাটফর্ম ৷ এর মাধ্যমে ট্যাক্স ফাইল করা আরও সহজ হয়ে যাবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ১৯৯ টাকায় স্টেট ব্যাঙ্ক দিচ্ছে এই বিশেষ পরিষেবা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল