নতুন ফ্লেক্সি সেভিংস প্ল্যান হল একটি নন-লিঙ্কড, অংশগ্রহণকারী, ব্যক্তিগত, সঞ্চয়, জীবন বিমা পরিকল্পনা। এতে ফ্লেক্সি-ইনকাম প্রো এবং লার্জ সাম-সহ তিনটি বড়সড় বিকল্প রয়েছে। ফ্লেক্সি-ইনকাম এবং ফ্লেক্সি-ইনকাম প্রো বেস প্ল্যান বিকল্পগুলির সঙ্গে অ্যাক্রুয়াল অফ সারভাইভ্যাল বেনিফিট ফিচার বেছে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন: আপনার ফোনের 5G নেটওয়ার্ক পেতে আর কত দেরি, বাধা কোথায়! জেনে নিন বিস্তারিত
advertisement
কোন বছর থেকে আয় করতে শুরু করা হচ্ছে, তা ফ্লেক্সি-ইনকাম (Flexi-income) এবং ফ্লেক্সি-ইনকাম প্রো প্ল্যান (Flexi-income pro plan) উভয় ক্ষেত্রে গ্রাহক নিজেই বেছে নিতে পারেন। আর সেটা দ্বিতীয় পলিসি বছর, পঞ্চম পলিসি বছর অথবা প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পর প্রথম বছর থেকেই হতে পারে। পণ্যটি নির্বাচিত আয়ের শুরুর বছর থেকে একটি নগদ বোনাস এবং প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পর পঞ্চম পলিসি বছর বা প্রথম বছর থেকে তাঁদের আয় শুরু করতে বেছে নেওয়ার জন্য একটি সংশোধনী বোনাস অফার করে।
নিশ্চিত আয় প্রদানের ক্ষেত্রেই রয়েছে এই দুই বিকল্পের প্রধান পার্থক্য। ফ্লেক্সি-ইনকামের আওতায় প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পর প্রথম বছর থেকে নিশ্চিত আয় শুরু হয়। অন্য দিকে, ফ্লেক্সি-ইনকাম প্রো-এর আওতায় ৩০-তম পলিসি বছর পর্যন্ত প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পরে ৫ বছরের ব্যবধানে নিশ্চিত রূপে আয় একক ভাবে পরিশোধ করা হয়। তার পরে একটি নিয়মিত বার্ষিক নিশ্চিত আয় প্রদান শুরু করা হয়। অন্য দিকে আবার লার্জ সাম প্ল্যান, যা তৃতীয় বেস প্ল্যানের বিকল্প, মেয়াদ শেষে টোটাল ম্যাচিউরিটি সুবিধা প্রদান করে।
আরও পড়ুন: ইউপি-বিহারে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! দেখে নিন আপনার শহর আজ কত হল জ্বালানির দাম
এডেলউইস টোকিও লাইফ ইন্স্যুরেন্সের নির্বাহী পরিচালক শুভ্রজিৎ মুখোপাধ্যায় বলেন, “এক-এক গ্রাহকের চাহিদা এক-এক রকম হয়। সেগুলো কোনও সময়েই স্থির নয়। এক জন গ্রাহকের জীবনে নানা পর্যায় আসে। ফলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যথেষ্ট চ্যালেঞ্জিং। আমাদের মনে হয়েছে জীবন বিমা প্ল্যানের সুবিধাগুলির ক্ষেত্রে আরও নমনীয় বিকল্প চান গ্রাহকরা। সেই অনুযায়ী এই প্ল্যানটি তৈরি করা হয়েছে। যাতে প্রতিটি গ্রাহকই কোনও না-কোনও ভাবে উপকৃত হতে পারেন।” এর পাশাপাশি তিনি আরও বলেন যে, “আসলে আজকালকার দিনে গ্রাহকেরা ‘মেরি মর্জি কা প্ল্যান’ চান। আর ফ্লেক্সি সেভিংস প্ল্যান সেই সুবিধাটাই দেবে গ্রাহকদের।”