TRENDING:

Savings Account: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কখন বাড়তে পারে? জানুন বিশদে

Last Updated:

Savings Account interest rates: ২০১১ পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত টাকার উপর সুদের হার স্থির করে দিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অন্তত একটা সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) সবারই থাকে। রক্ত জল করা উপার্জনের টাকা গচ্ছিত রাখা হয় সেখানে। জমা টাকার উপর সুদ (Interest rate) দেয় ব্যাঙ্ক। কিন্তু গত কয়েক বছর ধরে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার (Interest Rate) অবিশ্বাস্য রকমভাবে কমেছে। সঞ্চয়কারীদের নাভিশ্বাস উঠে গিয়েছে একপ্রকার (Savings Account interest rates)।
advertisement

উল্লেখ্য, ২০১১ পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত টাকার উপর সুদের হার স্থির করে দিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু এর পর থেকে সেই দায়িত্ব তুলে দেওয়া হয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলির নিজের হাতে। তখন থেকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি স্বাধীনভাবে নিজেরাই সুদের হার নির্ধারণ করে।

আরও পড়ুন-Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস ! চলতি সপ্তাহের এই দু’দিন বৃষ্টি হতে পারে রাজ্যের অধিকাংশ জেলায়

advertisement

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ফের সুদের হার বাড়াতে পারে। তখন কিছুটা সুরাহা হবে সাধারণ মানুষের। করোনা আবহে ২০২০-এর ডিসেম্বর থেকে রেপো রেট এবং রিভার্স রেপো রেটও অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার তাতেও বদল আসতে পারে। সাধারণত রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার পরিবর্তন করলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও ঋণ, ক্রেডিট কার্ড, সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে বদল আনে।

advertisement

অবশ্য রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়ালেও সেভিংস অ্যাকাউন্টে তার প্রতিফলন ঘটতে একটু সময় লাগবে। কারণ বাজেটের কারণে ঘটা মুদ্রাস্ফীতি। প্রত্যেকের ঘরে সেই ধাক্কা এসে লেগেছে। এর কিছু নেতিবাচক দিক রয়েছে। এই সময় ব্যাঙ্কের থেকে ঋণ নিলে তা শোধ করতে অন্যান্য সময়ের থেকে বেশি খরচ হবে।

আরও পড়ুন-HDFC Bank FD Rates: দু'মাসে দ্বিতীয়বার এফডি-তে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক, জেনে নিন কত!

advertisement

এর মধ্যেও বেশ কিছু ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে উচ্চ হারে সুদ দিচ্ছে। তবে সে জন্য মোটা অঙ্কের টাকা জমা রাখতে হবে। যা সাধারণ মানুষের কাছে কিছুটা কষ্টসাধ্য তো বটেই। তবে বিশেষজ্ঞরা বলেন, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়ার অন্যতম হাতিয়ার হল বিনিয়োগ এবং আরও বিনিয়োগ। তবেই উচ্চ হারে রিটার্ন মেলে। লাভের টাকাও ঘরে তোলা যায়। এসব ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের জন্য বিনিয়োগ একেবারে আদর্শ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

করোনা আবহে বাজার কিছুটা অস্থির। এই সময় অনেকেই ঝুঁকির বিনিয়োগ করতে চাইছেন না। তাই আপাতত ব্যাঙ্কই ভরসা। সেভিংস অ্যাকাউন্টে কম সুদের হার চিরকাল থাকবে না। তাই এই আপৎকালীন সময়ে কিছুটা ধৈর্য ধরতে হবে। তবে বিশেষজ্ঞরা এও বলছেন, ঝুঁকি নেওয়ার এটাই সেরা সময়। আপৎকালীন সঞ্চয়ের জন্য ব্যাঙ্কে টাকা রাখা যেতে পারে। কিন্তু মুনাফা করতে হলে বাজারের এই অস্থিরতাকেই বুদ্ধি করে কাজে লাগাতে হবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Savings Account: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কখন বাড়তে পারে? জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল