বুধবার শিল্প সম্মেলনে বক্তব্য রাখতে উঠে সজ্জন জিন্দল বলেন, ''পরিকাঠামো ও ভৌগোলিক অবস্থানের জেরে বাংলায় বিনিয়োগ করতে সুবিধা হয় ও এখানে রয়েছে শিল্পের আদর্শ পরিবেশ। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার কাজ করতে কোনও কর্মদিবস নষ্ট হয়নি। আগেকার মতো অবস্থা এই রাজ্যে আর নেই। ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আমরা গড়ছি।''
advertisement
এদিন সম্মেলন শুরুর আগেই আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানির সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর সম্মেলনে বক্তব্য রাখতে উঠে রাজ্যের বিপুল প্রশংসা করেন আদানিও। সঙ্গে জানান, বাংলায় বিপুল বিনিয়োগ করতে চলেছে আদানিরা।
আরও পড়ুন: 'বাংলার সব আশা পূরণ করব', বড় ঘোষণা গৌতম আদানির! বিপুল বিনিয়োগ, চাকরি
আদানি বলেন, ''আমাকে নিমন্ত্রণ করার জন্যে ধন্যবাদ। বাংলা নিয়ে আমি বরাবর আগ্রহী৷ আদানি গ্রুপ আরবসাগরের তীর থেকে ব্যবসা শুরু করেছিল। মহিলা ক্ষমতায়ন বাংলার মতো অন্য রাজ্য কেউ ভাবে না। কন্যাশ্রী প্রকল্প যে কারণে এত সফল। তাই ইউনাইটেড নেশনস থেকে পুরষ্কার পেয়েছে এই রাজ্য৷ সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা প্রকল্পে বহু মানুষ উপকৃত। আমাদের ফোকাস অনেক বড়৷ পরিকাঠামো নিয়ে আমরা আগেই কমিট করেছি। আদানি গ্রুপ ডেটা সেন্টার, আন্ডার সি কেবল, সেন্টার ফর এক্সেলেন্স, লজিস্টিক পার্ক ও ফরচুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। ১০ হাজার কোটি বিনিয়োগ বৃদ্ধি পাবে আমাদের। ২৫০০০ কর্মসংস্থান হবে।''
আরও পড়ুন: বাংলার বিপুল প্রশংসা শিল্পপতিদের, টাটাদের বড় ঘোষণা! বিরাট বিনিয়োগ সম্ভাবনা
এদিকে, টাটা স্টিলের এমডি টি ভি নরেন্দ্রণ জানান, দীর্ঘদিন ধরে এখানে বিনিয়োগ করে এসেছে টাটা। ৬০০ কোটি বিনিয়োগ হবে খড়গপুরে৷ ইউনিট আরও বাড়বে। এছাড়া টিসিএস ও হোটেলেও বিনিয়োগ হবে আরও৷'' উইপ্রোর তরফে রিশাদ প্রেমজি বলেন, ''আমাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে এই রাজ্যের যোগাযোগ আছে। রাজারহাটে আমরা কাজ শুরু করছি আগামী কয়েক মাসে।''