TRENDING:

Reliance Campa Cola: ঠান্ডা পানীয়র নতুন দিগন্ত খুলে যাচ্ছে গরমে, 'ক্যাম্পা কোলা'র প্রচারাভিযান শুরু রিলায়েন্সের

Last Updated:

Reliance Campa Cola: আইকনিক ঠান্ডা পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলার নয়া প্রচারাভিযান শুরু করল রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, এফএমসিজি শাখা এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আইকনিক ঠান্ডা পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলার নয়া প্রচারাভিযান শুরু করল রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, এফএমসিজি শাখা এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড। প্রচারে প্রকৃত ভারতের ছবি এঁকেছে রিলায়েন্স, তুলে এনেছে তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষা।
গরমে খুলে যাচ্ছে ঠান্ডা পানীয়র নতুন দিগন্ত, ক্যাম্পা কোলার প্রচারাভিযান শুরু করল রিলায়েন্স
গরমে খুলে যাচ্ছে ঠান্ডা পানীয়র নতুন দিগন্ত, ক্যাম্পা কোলার প্রচারাভিযান শুরু করল রিলায়েন্স
advertisement

প্রকৃত ভারতীয়দের চিত্রিত করার এক ভিন্ন পদ্ধতি সামনে নিয়ে এসেছে রিলায়েন্স। ক্যাম্পা কোলা ব্র্যান্ডের প্রচারের এটাই ইউএসপি। শুধু তাই নয়, তরুণ ভারতের সাহসী চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রয়েছে প্রকৃত ভারতীয়দের সংকল্পের উদযাপনও, যা এক নতুন দিগন্তের উন্মোচন করে।

advertisement

রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সিওও কেতন মোদি বলেন, “কঠোর পরিশ্রমী ভারতীয়দের সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য তুলে দেওয়ার যাত্রা শুরু করলাম আমরা। এর মাধ্যমে ভারতীয়দের উচ্চ আকাঙ্ক্ষার উদযাপন করা হচ্ছে”।

রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড সরবরাহ চেনের মাধ্যমে দেশের কোণে কোণে ছড়িয়ে দেবে ক্যাম্পা কোলা। বিক্রিও করবে তারা। অন্য দিকে বিজ্ঞাপন গুরু প্রসূন জোশীর মস্তিষ্কপপ্রসূত ব্র্যান্ড ফিল্ম টিভি, ডিজিটাল, আউটডোর এবং প্রিন্ট মিডিয়া জুড়ে প্রচার চালাবে ক্যাম্পা কোলার।

advertisement

লেখক এবং ম্যাককান গ্রুপের চিফ ক্রিয়েটিভ অফিসার প্রসূন জোশী বলছেন, “নতুন সৃজনশীলতার সঙ্গে ক্যাম্পা ব্র্যান্ড উদীয়মান ভারতের প্রত্যেক ছন্দে আন্দোলিত হবে, যার আকাশছোঁয়া আত্মবিশ্বাস রয়েছে,যাঁরা নতুন দিগন্ত ছুঁতে ভয় পায় না। এটা ভারতীয়দের গর্ব। প্রতিভা ও নতুন আকাশের সংকল্প। এই নতুন ভারতের তৃষ্ণা রয়েছে। সেই তৃষ্ণা মেটাতে বিশেষ কিছু প্রয়োজন”।

advertisement

আরও পড়ুন: ডান হাত না বাঁ হাত, শুয়ে না বসে, BP মাপার সঠিক পদ্ধতি জানেন কি? আপনার অবহেলায় ভুল রিডিং আসছে না তো!

চলচ্চিত্র নির্মাতা, অরুণ গোপালন এবং গায়ক-সুরকার শঙ্কর মহাদেবনের সহযোগিতায় নির্মিত এই ব্র্যান্ড ফিল্মটি লিখেছেন প্রসূন জোশী। পরিচালকও তিনি। এছাড়া ক্রিয়েটিভ টিমে রয়েছেন আশিস চক্রবর্তী (হেড অফ ক্রিয়েটভ), সম্বিত মোহান্তি (ক্রিয়েটিভ হেড, উত্তর এবং দক্ষিণ) এবং বরুণ পপলি (সিনিয়র ক্রিয়েটিভ ডিরেক্টর)। কৌশলগত পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রয়েছেন জিতেন্দ্র দাবাস (চিফ স্ট্র্যাটেজি অফিসার), বিশাল আহলুওয়ালিয়া (দক্ষিণ অপারেশনের প্রধান), ভার্গিস জন, নেহা শরবনকুমার এবং চেন্না সাই চন্দন রাজ। ব্র্যান্ড ফিল্মের চলচ্চিত্র প্রধান হিসেবে কাজ করেছেন জিৎ কালরা, রয়েছেন আরশনীত ভুমরা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Campa Cola: ঠান্ডা পানীয়র নতুন দিগন্ত খুলে যাচ্ছে গরমে, 'ক্যাম্পা কোলা'র প্রচারাভিযান শুরু রিলায়েন্সের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল