মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশ সরকার পিএম কিষান যোজনার সুবিধাভোগী কৃষকদের জমির কাগজপত্রের রেকর্ড যাচাই করার নির্দেশ দিয়েছে ৷ উত্তরপ্রদেশ সরকার কৃষি বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছে যোজনার জন্য আবেদনকারী কৃষকদের ল্যান্ড রেকর্ডের ম্যাপিং করা হবে ৷ জেলা রাজস্ব এবং কৃষি বিভাগ প্রয়াগরাজে ৬.৯৬ লক্ষ কৃষকদের ল্যান্ড রেকর্ড যাচাই করার কাজ শুরু করে দেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: বিনামূল্যের রেশন লভ্যার্থীদের জন্য খারাপ খবর, প্রকল্প বন্ধের সম্ভাবনা কেন্দ্রের
ফেরত দিতে হবে টাকা-
যে ব্যক্তিরা এই যোজনার অধীনে পড়েন না এবং অবৈধ ভাবে সুবিধা নিয়ে চলেছেন তাঁদের থেকে যোজনার টাকা ফেরত নেওয়া হবে ৷ কৃষি যোগ্য জমি থাকলেই এই সুবিধা মিলবে না ৷ সরকারের তরফে বেশ কিছু শর্তাবলি ও নিয়ম জারি করেছে ৷
আরও পড়ুন: অগাস্টেই মোদি সরকারের কর্মীরা পেতে চলেছেন তিনটি বিশাল খবর! বাড়বে মোটা টাকা!
আপনি পিএম কিষান যোজনার সুবিধা পাবেন না পাবেন না ? সেটা আপনি সহজেই অনলাইনে জানতে পারবেন ৷ এর জন্য পিএম কিষান যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ৷ সেখানে ‘Online Refund’ অপশনে ক্লিক করতে হবে ৷ এবার আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ৷ সব তথ্য দেওয়ার পর ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর আপনার স্ক্রিনে ‘You are not eligible for any refund amount’ মেসেজ এলে কোনও টাকা রিফান্ড দিতে হবে না ৷ যদি আপনি পিএম কিষান যোজনার সুবিধা পাওয়ার জন্য যোগ্য না হলে আপনার স্ক্রিনে রিফান্ড অঙ্কের টাকা দেখা যাবে ৷