TRENDING:

আজ থেকে শুরু হল Tatkal Ticket বুকিং, দেখে নিন কীভাবে বুক করবেন টিকিট....

Last Updated:

সকাল ১০টা থেকে এসি ক্লাস ও ১১ থেকে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লকডাউনের পর এবার যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা চালু করল ভারতীয় রেল ৷ বিশেষ প্যাসেঞ্জার ট্রেন ও এসি স্পেশ্যাল ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা সোমবার থেকে চালু করে দেওয়া হয়েছে ৷ সেন্ট্রাল রেলের PRO শিবাজি সুথার জানিয়েছেন, ৩০ জুন ও তার পর থেকে যে ট্রেন চলবে তার ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷ স্পেশ্যাল ট্রেন যার নম্বর ০ থেকে শুরু হবে, তাতে বুকিং করা যাবে ৷
advertisement

সকাল ১০টা থেকে এসি ক্লাস ও ১১ থেকে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ আপাতত ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ বিশেষ কিছু ট্রেনই চলবে এই সময়ে ৷ রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন যার মধ্যে মেল ও এক্সপ্রেস ট্রেন সামিল রয়েছে ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ৷ রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১২ অগাস্ট পর্যন্ত কেবল স্পেশ্যাল ট্রেন চলবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

যাত্রা করার ২৪ ঘণ্টা আগে তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ অর্থাৎ ৩০ তারিখ যাত্রা করার থাকলে ২৯ জুন ১০টা থেকে ১১ টার মধ্যে লগইন করতে হবে ৷ মাথায় রাখুন, কয়েক মিনিটের মধ্যে টিকিট বিক্রি হয়ে যায় ৷  যাত্রা করার সময় আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক ৷ কনফার্মড তৎকাল টিকিট ক্যানসেল করলে মিলবে না কোনও রিফান্ড ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে শুরু হল Tatkal Ticket বুকিং, দেখে নিন কীভাবে বুক করবেন টিকিট....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল