TRENDING:

PM Surya Ghar: দিতে হবে না বিদ্যুতের বিল, উল্টে অ্যাকাউন্টে আসবে টাকা!কী প্রকল্প ঘোষণা করলেন মোদি?

Last Updated:

২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সৌর বিদ্যুতের ব্যবহারে উৎসাহ দিতে লোকসভা নির্বাচনের আগেই নতুন প্রকল্প চালু করল নরেন্দ্র মোদি সরকার৷ নতুন এই প্রকল্পের নাম পিএম সূর্য ঘর৷ এই প্রকল্পে মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ থাকছে৷
নতুন প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
নতুন প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই প্রকল্পের কথা আরও বিশদে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ তিনি জানিয়েছেন, এই প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পৌঁছে যাবে৷

আরও পড়ুন: খড়্গপুরে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, ভিতরে ছিলেন দুই পাইলট! গ্রাম জুড়ে আতঙ্ক

advertisement

পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদনে ছাদের উপরে প্রয়োজনীয় যন্ত্রাংশ বসানোর জন্য বিপুল ছাড় দিয়ে ব্যাঙ্ক ঋণের সুবিধে দেবে সরকার৷ সৌর বিদ্যুৎ ব্যবহারে মানুষের মধ্যে উৎসাহ বাড়াতে স্থানীয় পঞ্চায়েত এবং পৌরসভাগুলিকেও আর্থিক সুবিধে দেবে কেন্দ্রীয় সরকার৷ এক্স হ্যান্ডেলের প্রধানমন্ত্রী লেখেন, এর ফলে একই সঙ্গে মানুষের আয় বাড়বে, বিদ্যুতের বিল কমবে এবং কর্মসংস্থানের পথও খুলবে৷

advertisement

কীভাবে নাম নথিভুক্ত করবেন?

এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য https://pmsuryaghar.gov.in -পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্যগুলি দিতে হবে৷ নিজের রাজ্য, আবেদনকারী কোন বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহক, কনজিউমার নম্বর, মোবাইল নম্বর, ই মেল আইডি দিতে হবে৷

এর পর বিদ্যুৎ সংযোগের কনজিউমার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে৷ পরবর্তী ধাপে বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট বসানোর জন্য আবেদন করতে হবে৷

advertisement

এর পর আবেদন অনুমোদিত হলে ডিসকম অনুমোদিত একটি সংস্থার আবেদনকারীর বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট বসিয়ে যাবে৷

প্ল্যান্ট বসানো হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে৷ এর পর নেট মিটার বসানো হয়ে গেলে এবং ডিসকম-এর পক্ষ থেকে ইনস্পেকশন হলেই পোর্টাল থেকে কমিশনিং সার্টিফিকেট পাওয়া যাবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

কমিশনিং সার্টিফিকেট হাতে এলেই পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং ক্যানসেল চেক জমা দিতে হবে৷ এর পর প্রত্যেক তিরিশ দিন অন্তর ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Surya Ghar: দিতে হবে না বিদ্যুতের বিল, উল্টে অ্যাকাউন্টে আসবে টাকা!কী প্রকল্প ঘোষণা করলেন মোদি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল