২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই প্রকল্পের কথা আরও বিশদে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ তিনি জানিয়েছেন, এই প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পৌঁছে যাবে৷
আরও পড়ুন: খড়্গপুরে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, ভিতরে ছিলেন দুই পাইলট! গ্রাম জুড়ে আতঙ্ক
advertisement
পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদনে ছাদের উপরে প্রয়োজনীয় যন্ত্রাংশ বসানোর জন্য বিপুল ছাড় দিয়ে ব্যাঙ্ক ঋণের সুবিধে দেবে সরকার৷ সৌর বিদ্যুৎ ব্যবহারে মানুষের মধ্যে উৎসাহ বাড়াতে স্থানীয় পঞ্চায়েত এবং পৌরসভাগুলিকেও আর্থিক সুবিধে দেবে কেন্দ্রীয় সরকার৷ এক্স হ্যান্ডেলের প্রধানমন্ত্রী লেখেন, এর ফলে একই সঙ্গে মানুষের আয় বাড়বে, বিদ্যুতের বিল কমবে এবং কর্মসংস্থানের পথও খুলবে৷
কীভাবে নাম নথিভুক্ত করবেন?
এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য https://pmsuryaghar.gov.in -পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্যগুলি দিতে হবে৷ নিজের রাজ্য, আবেদনকারী কোন বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহক, কনজিউমার নম্বর, মোবাইল নম্বর, ই মেল আইডি দিতে হবে৷
এর পর বিদ্যুৎ সংযোগের কনজিউমার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে৷ পরবর্তী ধাপে বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট বসানোর জন্য আবেদন করতে হবে৷
এর পর আবেদন অনুমোদিত হলে ডিসকম অনুমোদিত একটি সংস্থার আবেদনকারীর বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট বসিয়ে যাবে৷
প্ল্যান্ট বসানো হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে৷ এর পর নেট মিটার বসানো হয়ে গেলে এবং ডিসকম-এর পক্ষ থেকে ইনস্পেকশন হলেই পোর্টাল থেকে কমিশনিং সার্টিফিকেট পাওয়া যাবে৷
কমিশনিং সার্টিফিকেট হাতে এলেই পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং ক্যানসেল চেক জমা দিতে হবে৷ এর পর প্রত্যেক তিরিশ দিন অন্তর ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে৷