TRENDING:

আজ মহিলাদের ১৬২৫ কোটি টাকা দেবে মোদি সরকার, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা....

Last Updated:

অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে সরাসরি কথাবার্তা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্র সরকার (Central Govt) মহিলাদের ক্ষমতায়ন ও অগ্রগতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এর জেরে মহিলাদের জন্য একাধিক সরকারি যোজনা শুরু করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের প্রায় ৪ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর (women Self Help Group (SHG) মহিলাদের সদস্যদের জন্য ১৬২৫ কোটি টাকার ফান্ড জারি করবে ৷ পিএম ‘আত্মনির্ভর নারী শক্তি সে সংবাদ’ (Atmanirbhar Narishakti se Samvad) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷
advertisement

এদিন দুপুর ১২:৩০ থেকে প্রধানমন্ত্রী মোদি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভার্চুয়াল মাধ্যমে ৷ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে ৷ করোনাকালে দেশের মহিলারা মাস্ক-স্যানিটাইজার তৈরি করা থেকে রান্না করে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে ৷ এর জেরে তাদের নিজেদের পরিবারের ক্ষেত্রেও সাহায্য হয়েছে ৷

মিনিস্ট্রি অফ ফুড প্রোসেসিং ইন্ডাস্ট্রিজ (Ministry of Food Processing Industries) জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি ৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ১৬২৫ কোটি টাকার আর্থিক সাহায্য করবে ৷ এছাড়া PMFME (Pradhan Mantri Formalisation of Micro food processing Enterprises) তরফে আসন্ন

advertisement

,৭৫০০ স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্রাথমিকভাবে ২৫ কোটি টাকা জারি করবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাশাপাশি এই মিশনে ৭৫ এফপিও (কিষাণ উৎপাদক সংগঠন) ৪.১৩ কোটি টাকা প্রদান করতে চলেছে ৷ আজ এই অনুষ্ঠান ১২:৩০ টায় শুরু হবে ৷ ভিডিও কনফার্রেন্সিংয়ের মাধ্যমে কর্মসূচি করা হবে ৷ অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে সরাসরি কথাবার্তা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ PMO এর তরফে জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের SHG সদস্যদের সাফল্য ও ক্ষমতায়নের কথা বলা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ মহিলাদের ১৬২৫ কোটি টাকা দেবে মোদি সরকার, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল