এদিন দুপুর ১২:৩০ থেকে প্রধানমন্ত্রী মোদি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভার্চুয়াল মাধ্যমে ৷ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে ৷ করোনাকালে দেশের মহিলারা মাস্ক-স্যানিটাইজার তৈরি করা থেকে রান্না করে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে ৷ এর জেরে তাদের নিজেদের পরিবারের ক্ষেত্রেও সাহায্য হয়েছে ৷
মিনিস্ট্রি অফ ফুড প্রোসেসিং ইন্ডাস্ট্রিজ (Ministry of Food Processing Industries) জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি ৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ১৬২৫ কোটি টাকার আর্থিক সাহায্য করবে ৷ এছাড়া PMFME (Pradhan Mantri Formalisation of Micro food processing Enterprises) তরফে আসন্ন
advertisement
,৭৫০০ স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্রাথমিকভাবে ২৫ কোটি টাকা জারি করবে ৷
পাশাপাশি এই মিশনে ৭৫ এফপিও (কিষাণ উৎপাদক সংগঠন) ৪.১৩ কোটি টাকা প্রদান করতে চলেছে ৷ আজ এই অনুষ্ঠান ১২:৩০ টায় শুরু হবে ৷ ভিডিও কনফার্রেন্সিংয়ের মাধ্যমে কর্মসূচি করা হবে ৷ অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে সরাসরি কথাবার্তা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ PMO এর তরফে জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের SHG সদস্যদের সাফল্য ও ক্ষমতায়নের কথা বলা হবে।