যদিও, ৫০০ টাকার নোট বাতিলের এই দাবিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এরকম কোনও ঘোষণাই করা হয়নি৷
এক্স হ্যান্ডেলে পোস্ট করে পিআইবি জানিয়েছে, ‘৫০০ টাকার নোট বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তা বৈধ মুদ্রা হিসেবেই চালু থাকবে৷’ ভুয়ো খবরকে বিশ্বাস করে বিভ্রান্ত না হওয়ার জন্যও পিআইবি-র পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে৷ সেখানে লেখা হয়েছে, ‘সবসময় সরকারি সূত্র থেকে প্রচারিত খবরেই বিশ্বাস করুন৷’
২০১৬ সালে নোটবাতিলের সিদ্ধান্তের পরই বর্তমানে চালু থাকা ৫০০ টাকার নোটগুলি বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ ২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোটকে বাতিল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নোটবাতিলের পর বাজারে নতুন ২০০০ টাকার নোটও নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক৷ যদিও ২০২৩ সালের মে মাসে সেই ২০০০ টাকার নোটগুলিও বাজার থেকে তুলে নেওয়া হয়৷ তবে তা এখনও বৈধ মুদ্রা হিসেবেই স্বীকৃত রয়েছে৷