অর্থ মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার কোনও শ্রেণির কোনও কর্মীর বেতন কাটা হবে না ৷ এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷
আসলে বেশ কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, করোনার জেরে দেশের অর্থ ব্যবস্থার খারাপ অবস্থা ৷ এর জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাটা হতে পারে ৷ এরপর সরকারি ফ্যাক্ট চেক PIB ট্যুইট করে মানুষের কাছে আবেদন জানিয়েছে যে এরকম কোনও খবর বা মেসেজে বিশ্বাস না করার জন্য ৷ কেন্দ্র সরকার এরকম কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না ৷
advertisement
লকডাউনের সময় আরও একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল যে কেন্দ্রীয় কর্মীদের পেনশন কমানো হবে এবং অবসরের বয়স কমানো হতে পারে ৷ কিন্তু অর্থ মন্ত্রালয়ের তরফে তখনও ট্যুইটে এই সমস্ত খবর ভুয়ো বলে জানানো হয় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2020 8:30 AM IST