বিশ্বের বাজারে অশোধিত তেলের দামে বদলের প্রভাব সরাসরি পড়ে দেশের বাজারেও৷ ফলে স্বাভাবিকভাবেই আজ দেশের বেশ কিছু রাজ্যে খানিকটা হলেও কমেছে জ্বালানি তেলের দাম৷ কলকাতা-সহ দেশের অন্যান্য শহর গুলিতে আজ কত জ্বালানি তেলের দাম দেখে নেওয়া যাক৷
গত কয়েকমাসের মতো আজও দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাইতে মোটামুটি ভাবে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম৷
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
দেশের অন্যান্য কিছু শহরে আজ জ্বালানি তেলের দাম
নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা
আরও পড়ুন: সস্তা রুপো! সোনার দাম বাড়ল না কমল? বাজারের টাটকা খবর
পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
এলাহাবাদ- পেট্রোল ৯৬.৬৬ টাকা, ডিজেল ৮৯.৮৬ টাকা