TRENDING:

Petrol Price Today: IOCL জারি করল পেট্রোল-ডিজেলের নতুন দাম, দেখে নিন এখানে

Last Updated:

রবিবার দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি রবিবার নিয়ে লাগাতার পাঁচ দিন পেট্রোল ও ডিজেলের দামে (Petrol-Diesel) কোনও বদল করেনি ৷ দেশের রাজধানী-সহ সমস্ত মহানগরে এদিন জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে ৷ IOCL এর দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১.৯ টাকা ও ডিজেলের দাম ৮৮.৯২ টাকা প্রতি লিটারে স্থির রয়েছে ৷ গত মঙ্গলবার পেট্রোলের দাম কমেছিল ৷ মঙ্গলবার দিল্লি-সহ দেশের সমস্ত শহরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ১৫ পয়সা করে কমেছিল ৷
advertisement

দেশের প্রায় ১৯ রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ এই লিস্টে সামিল রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখ ৷ এছাড়া মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, ও হায়দরাবাদেও পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷

পেট্রোল ও ডিজেলের দাম (২৯ অগাস্ট ২০২১)

    advertisement

  • দিল্লি- পেট্রোল ১০১.৪৯ টাকা, ডিজেল ৮৮.৯২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৭.৫২ টাকা, ডিজেল ৯৬.৪৮ টাকা
  • চেন্নাই- পেট্রোল ৯৯.২০ টাকা, ডিজেল ৯৩.৫২ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০১.৮২ টাকা, ডিজেল ৯১.৯৮ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৮.৭৯ টাকা, ডিজেল ৮৯.৪৯ টাকা
  • জয়পুর- পেট্রোল ১০৮.৪২ টাকা, ডিজেল ৯৮.০৬ টাকা
  • advertisement

  • ভোপাল- পেট্রোল ১০৯.৯১ টাকা, ডিজেল ৯৭.৭২ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশের তিনটি সরকার তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম বদল করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও সহজেই আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এর জন্য কেবল RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠিয়ে দিতে হবে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price Today: IOCL জারি করল পেট্রোল-ডিজেলের নতুন দাম, দেখে নিন এখানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল