TRENDING:

New income tax slab: বার্ষিক কত আয়ে কত টাকা আয়কর? নতুন না পুরনো কাঠামো, কোন করদাতারা পাবেন সুবিধে

Last Updated:

তবে পুরনো কর কাঠামোয় যাঁরা আয়কর দেন, তাঁদের জন্য কর কাঠামোয় কোনও পরিবর্তন আনেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: করদাতাদের জন্য বড় কোনও সুখবর দিলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ শুধুমাত্র নতুন কর কাঠামোয় সামান্য বার্ষিক আয়ের ক্ষেত্রে সামান্য কিছু ছাড় দিয়ে মধ্যবিত্ত করদাতাদের কিছুটা সুবিধা দিতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তবে তিনি দাবি করেছেন, নতুন কর কাঠামোয় আয়করের নতুন হারে এবার থেকে একজন চাকরিজীবীর বছরে ১৭.৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে৷
advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোয় এতদিন ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হত না৷ এবারেও সেই স্তর অপরিবর্তিত রয়েছে৷

আরও পড়ুন: বিরাট সুযোগ…! ইন্টার্নশিপে উপকৃত হবেন ১ কোটি যুবক-যুবতী… ‘বড়’ ঘোষণা অর্থমন্ত্রীর

এতদিন বার্ষিক ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর দিতে হত৷ এবার থেকে বার্ষিক আয় ৩ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে ৫ শতাংশ আয়কর৷

advertisement

৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হত৷ বার্ষিক আয়ের সীমা ৭ থেকে ১০ লক্ষ টাকা হলেও এবার থেকে ১০ শতাংশ আয়করই দিতে হবে৷

বার্ষিক আয় ৯ থেকে ১২ লক্ষ টাকার পরিবর্তে এবার থেকে বাৎসরিক ১০ থেকে ১২ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১৫ শতাংশ আয়কর৷ ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ের উপরে আগের মতোই ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে৷

advertisement

তবে পুরনো কর কাঠামোয় যাঁরা আয়কর দেন, তাঁদের জন্য কর কাঠামোয় কোনও পরিবর্তন আনেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হল সব করদাতাকে নতুন কর কাঠামোর আওতায় নিয়ে আসা৷

সেরা ভিডিও

আরও দেখুন
সব জায়গায় ভাইফোঁটা পালিত হলেও, বাঁকুড়ার এই গ্রামে ভাইকে ফোঁটা দেন না বোনেরা
আরও দেখুন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হল৷ পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডা ডিডাকশন ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হল

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New income tax slab: বার্ষিক কত আয়ে কত টাকা আয়কর? নতুন না পুরনো কাঠামো, কোন করদাতারা পাবেন সুবিধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল