ইন্ডেন গ্যাসের সমস্ত গ্রাহকরা এবার 7718955555 নম্বরে কল, এসএমএস পাঠিয়ে গ্যাস বুকিং করতে পারবেন ৷ এর আগে রান্নার গ্যাস বুক করার জন্য আলাদা আলাদা সার্কেলে আলাদা আলাদা মোবাইল নম্বর হত ৷ এখন দেশের সবচেয়ে বড় পেট্রোলিয়াম সংস্থা সমস্ত সার্কেলের জন্য একটি নম্বর জারি করেছে ৷
এবার থেকে গ্যাস বুকিংয়ের জন্য গ্রাহকদের নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে সংস্থার তরফে জারি করা নতুন নম্বরের ব্যবহার করতে হবে ৷ নতুন নিয়ম ১ নভেম্বর থেকে লাগু করা হয়েছে ৷ পাশাপাশি এবার থেকে সহজেই চেক করতে পারবেন সিলিন্ডার বুকিংয়ের পর সাবসিডির টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা ৷
advertisement
ডোমেস্টিক সিলিন্ডার চুরি আটকানোর ও সমস্ত কাস্টোমারের পরিচয় নিশ্চিত করার জন্য তেল সংস্থাগুলি নতুন এলপিজি সিলিন্ডার ডেলিভারি সিস্টেম লাগু করে দিয়েছে৷ এর জেরে ১ নভেম্বর থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে যখন ডেলিভারি বয় আপনার বাড়িতে আসবে তখন আপনাকে ওটিপি দিতে হবে ৷ সরকারি তেল সংস্থা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১০০টি স্মার্ট সিটিতে ডেলিভারির জন্য ওটিপি দেওয়া বাধ্যতামূলক ৷ নতুন এই সিস্টেমের ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC) নাম দেওয়া হয়েছে ৷ ডেলিভারি বয়কে কোড দিতেই সিলিন্ডার ডেলিভারি করে দেওয়া হবে ৷