নয়াদিল্লি: আজ, সোমবার ১০ ফেব্রুয়ারি সংসদে নয়া আয়কর বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রীসভা এই বিলে ছাড়পত্র দেয় ৷ সেই সময়েই জানানো হয়েছিল আসন্ন সপ্তাহেই লোকসভায় এই বিল পেশ করা হতে পারে ৷ আসতে চলেছে নতুন আয়কর বিল। ২০২৪ সালের জুলাই মাসের বাজেট পেশের সময় আয়কর আইনকে খতিয়ে দেখা ও প্রয়োজনীয় পরিবর্তন করার কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন আয়কর বিলে কর ব্যবস্থাকে আরও সংক্ষিপ্ত, সহজ ও স্বচ্ছ করার কথা বলেছিলেন তিনি। কর দেওয়ার ক্ষেত্রে করদাতাদের অনেক সমস্যার সন্মুখীন হতে হয়। এর মধ্যে রয়েছে আইনগত কিছু সমস্যাও। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই কর আইন প্রণয়ণ হলে এই সমস্যাও মিটে যাবে।