TRENDING:

RBI-র নয়া নিয়ম: কাল থেকে ATM থেকে টাকা তোলা, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে লাগবে বেশি চার্জ

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি এটিএম ট্রানজাকশনে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আগামিকাল অর্থাৎ ১ অগাস্ট থেকে টাকা তুলতে এবার দিতে হবে বেশি চার্জ ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ইন্টারচেঞ্জ ফি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ১৫ টাকা থেকে ১৭ টাকা করে দেওয়া হয়েছে ৷ নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য চার্জ ৫ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা করে দেওয়া হয়েছে ৷ নয়া নিয়ম ১ অগাস্ট থেকে লাগু করা হবে ৷
advertisement

রিজার্ভ ব্যাঙ্কে তরফে জানানো হয়েছে, ইন্টারচেঞ্জ শুল্ক ব্যাঙ্কের মাধ্যমে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সময় মার্চেন্টকে দেওয়া হয় ৷ এই চার্জ নিয়ে ব্যাঙ্ক ও এটিএম সংস্থার মধ্যে বিবাদ লেগেই থাকে ৷

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি এটিএম ট্রানজাকশনে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ আরবিআই ইন্টারচেঞ্জ ফি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ১৫ থেকে ১৭ টাকা করা হয়েছে ৷ কোনও গ্রাহকরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই পেমেন্ট প্রসেস করে যে মার্চেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হয় ৷ গ্রাহকরা যদি অন্য কোনও ব্যাঙ্ক বা পেটিএম ব্যবহার করে তাহলে আপনার ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ককে ইন্টারচেঞ্জ শুল্ক দিয়ে থাকে ৷ এটাকেই ইন্টারচেঞ্জ চার্জ বলা হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হারিয়ে যাওয়া উপকরণে সেজেছে মণ্ডপ, দেবীর সঙ্গে হাজির 'ডাকিনী-যোগিনী'
আরও দেখুন

রিজার্ভ ব্যাঙ্ক জুনে জানিয়েছিল ১ অগাস্ট থেকে এটিএমের ইন্টারচেঞ্জ ফি ১৫ টাকা থেকে বাড়িয়ে ১৭ টাকা করা হয়েছে ৷ এটিএম ট্রানজাকশনে এই বদল প্রায় ৯ বছর পর করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI-র নয়া নিয়ম: কাল থেকে ATM থেকে টাকা তোলা, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে লাগবে বেশি চার্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল