TRENDING:

Moto E3 Power লঞ্চ করল লেনেভো, মূল্য মাত্র ৭,৯৯৯ টাকা

Last Updated:

লেনেভো টেকওভার করার পর এবার থার্ড জেনারেশন Moto E লঞ্চ করল সংস্থা ৷ কী কী বিশেষ ফিচার্স থাকছে এই ফোনটিতে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০১৪ সালে Moto E লঞ্চ করে ভারতের বাজারে কামব্যাক করেছিল মোটোরোলা ৷ বাজারে এসেই শোরগোল ফেলে দিয়েছিল বাজারে ৷ Moto E-চাহিদা তখন এত তুঙ্গে যে ফ্লিপকার্টের সাইট ক্র্যাশ করে যায় ৷ ওই একই স্ট্রেটিজিতে বাজারে নিয়ে এসেছিল Moto E সেকেন্ড জেনারেশন মোবাইল ৷ কিন্তু সেই সময় মোবাইল সংস্থারগুলির মধ্যে প্রতিযোগিতা এতটাই বেড়ে যায় যে অতটা সাফল্য মেলেনি ৷
advertisement

লেনেভো টেকওভার করার পর এবার থার্ড জেনারেশন Moto E লঞ্চ করল সংস্থা ৷ কী কী বিশেষ ফিচার্স থাকছে এই ফোনটিতে ? দেখে নিন এক নজরে.....

১. Moto E3 Power-এর USP হল এতে রয়েছে ৩৫০০ mAh battery ৷  এছাড়া ফোনের সঙ্গে মিলবে 10W চার্জার ৷ এর সাহায্যে খুব সহজেই চার্জ হয়ে যাবে ফোন ৷ মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই পাঁচ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে ৷

advertisement

২. ফোনে থাকছে দুটি সিম কার্ডের স্লট ও একটি microSD কার্ড স্লট ৷

৩. Moto E3 Power-এ থাকছে রিমুভেবেল ব্যাটারি ৷

৪. ফোনে রয়েছে ৫ ইঞ্চি HD (720x1280-pixel) ডিসপ্লে  যা Moto E3-র আগের ফোনগুলির থেকে বেশি ৷

৫. থাকছে ন্যানো কোটিং ৷ যা বৃষ্টির জল থেকে ফোনটিকে সুরক্ষা করবে ৷

advertisement

৬. ফোনটি ৬.০ অ্যান্ড্রয়েড মার্শম্যালোতে কাজ করবে ৷

৭. রয়েছে ১৬ জিবি ইন্টারনাল মেমরি ৷ microSD কার্ডের মাধ্যমে তা ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে ৷

৮. এছাড়া গুগল ফোটো অ্যাপসে বিনামূল্যে দু’বছর পর্যন্ত ফোটে স্টোর করার সুবিধা দিচ্ছে লেনেভো ৷

৯. ফোনে রয়েছে 64-bit 1GHz quad-core MediaTek MT6735P ৷ পাশাপাশি থাকছে ২জিবি র‍্যাম ৷

advertisement

১০. LED ফ্ল্যাশ সমেত ফোনে থাকছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ৷ ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

লেনেভো Moto E3 Power-র দাম মাত্র ৭,৯৯৯ টাকা ৷ সোমবার রাত থেকে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ফোনটি ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Moto E3 Power লঞ্চ করল লেনেভো, মূল্য মাত্র ৭,৯৯৯ টাকা