TRENDING:

Most Expensive Tea: ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই চা, রেকর্ড করল ‘গোল্ডেন পার্ল’!

Last Updated:

Most Expensive Tea: ১ লক্ষ টাকা থেকে মাত্র ১ টাকা কমে এই চা বিক্রি হচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে ১ কিলোগ্রাম চা ৷ নাম গোল্ডেন পার্ল (Golden Pearl) ৷ দেশের যে কোনও চায়ের মধ্যে এখনও পর্যন্ত এই চা সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ৷ দু’মাসের মধ্যে এটা দ্বিতীয় সুযোগ যখন অসমের বিশেষ চায়ের দাম নিলামে ৯৯,৯৯৯ টাকা প্রতি কিলোগ্রাম উঠেছে ৷ ১ লক্ষ টাকা থেকে মাত্র ১ টাকা কমে এই চা বিক্রি হচ্ছে ৷
advertisement

অসমের ডিব্রুগড় জেলায় সোমবার চা পাতার নিলামির সময় এই বিশেষ চায়ের দাম ৯৯,৯৯৯ টাকা প্রতি কিলোতে পৌঁছে গিয়েছে ৷ গোল্ডেন পার্লের (Golden Pearl) মালিকানা AFT টেকনো ট্রেডের কাছে রয়েছে ৷ সোমবার অসমের ট্রি ট্রেডার্স (Assam Tea Trader) ৯৯,৯৯৯ টাকা দিয়ে নিলামে এই চা কিনে নিয়েছেন ৷

আরও পড়ুন: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত

advertisement

মানিকন্ট্রোলের একটি খবর অনুযায়ী, গুয়াহাটি টি অকশন সেন্টারের (GTAC) সেক্রেটারি জানিয়েছেন,‘অসম টি ট্রেডার্স ৯৯,৯৯৯ টাকায় এই বিশেষ চা কিনে নিয়েছে ৷’

কী এই বিশেষ চা ?

টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অসম ইউনিটের সেক্রেটারি দীপাঞ্জল ডেকা জানিয়েছেন,‘গোল্ডেন পার্ল’ নামের এই ভ্যারাইটি হ্যান্ডমেড হয় ৷ এর উৎপাদন ডিব্রুগড় এয়ারপোর্টের কাছে লাহোবালের নাহোরচুকবাড়িতে করা হয় ৷ এটি এক ধরনের দূর্লভ রকমের চা, যা নিলামির দিন সেল নম্বর ৭ ও লট সংখ্যা ৫০০১-এ পেশ করা হয় ৷

advertisement

আরও পড়ুন:  আরোগ্য সেতু অ্যাপে তৈরি করুন ‘ইউনিক হেলথ আইডি নম্বর’, পাবেন প্রচুর সুবিধা!

এর আগে গত বছর অসমে মনোহারি গোল্ড (Manohari Gold Tea) নামে একটি বিশেষ চা ৯৯,৯৯৯ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল ৷ এই চায়ের উৎপাদন মনোহারি টি এস্টেট করে বলে এর নাম মনোহারি গোল্ড ৷ ১৪ ডিসেম্বর ২০২১ এ গুয়াহাটিতে একটি চায়ের নিলামিতে সৌরভ টি ট্রেডার্স এই চা কিনে নিয়েছিল ৷ এরপর থেকেই দেশের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চা হয়ে গিয়েছিল মনোহারি গোল্ড ৷ এবার মনোহারি গোল্ডকে টক্কর দিতে এসে গিয়েছে ‘গোল্ডেন পার্ল’ ৷

advertisement

আরও পড়ুন: লকার ভাড়া নেবেন? দেখে নিন কোন ব্যাঙ্ক কত টাকা চার্জ নেয়!

দামি চায়ের অন্যান্য ব্র্যান্ড-

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশের অন্যান্য চায়ের মধ্যে অরুণাচল প্রদেশের ‘গোল্ডেন নিডল’ ও অসমের ‘গোল্ডেন বাটারফ্লাই’ আলাদা আলাদা নিলামিতে ৭৫,০০০ টাকা প্রতি কিলোতে বিক্রি হয়েছিল ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Most Expensive Tea: ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই চা, রেকর্ড করল ‘গোল্ডেন পার্ল’!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল