TRENDING:

Money Making: শখকেই ব্যবসায় রূপান্তর, কলেজ পাশ ছাত্রী যা করেন, জানলে অবাক হবেন

Last Updated:

Money Making: ফেলে দেওয়া নানান জিনিস দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর জিনিস, কলেজ পাশ ছাত্রীর ভাবনা অবাক করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: অন্যদের মত ছোট থেকে ছবি আঁকা শিখত সে। তবে বড় হতেই সেই ইচ্ছেকে ক্রমেই পেশাতে পরিণত করেছেন এই যুবতী। পড়ার অবসরে, নিজের সৃজনশীল ভাবনায় হয়েছেন স্বনির্ভর। হাতের কাজ তৈরি এবং ছবি আঁকার প্রতি শখ থাকায় সামান্য কিছু জিনিস এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে তুলছেন নানান ধরনের শোপিস, বাজারে বিক্রি করে মিলছে মুনাফা। সামান্য বয়সেই কলেজ পাশ করার পর নিজের শখকে ক্রমে পেশায় পরিণত করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন এই কলেজ পাশ ছাত্রী। ছোট থেকেই তার ছবি আঁকার প্রতি শখ। ছোট থেকেই শেখা ছবি আঁকা।
advertisement

উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ভর্তি হয়েছিল ছবি আঁকা নিয়ে। এবার নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস, ক্লে দিয়ে তৈরি করছে নানান ধরনের গৃহসজ্জার জিনিস।ছবি আঁকার পাশাপাশি বিভিন্ন ধরনের শো-পিস, বিভিন্ন গয়না। ছবি এঁকে একদিকে যেমন নিজের শখ পূরণ করছেন, তেমনই হাতে বানান এই সকল জিনিস অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে লাভের মুখ দেখছেন তিনি। শুধু তাই নয় অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা। বাঁধা ধরা নিয়মে না থেকে, নিজের স্বাধীনতায় হাতের কাজ করে মাসে আয় উপার্জনের পথ খুঁজে নিয়েছেন এই কলেজ পাশ যুবতী।

advertisement

আরও পড়ুন: PM Kisan : আপনার নাম নেই সুবিধাভোগীদের তালিকায় ? কী করতে হবে

View More

পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা, ঈপ্সিতা কর।ছোটবেলার শখ এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে প্রতিদিন। যেমন ফেলে দেওয়া বোতলে কাগজ কিংবা টিস্যু পেপার জড়িয়ে তার উপর রং করে ফুটিয়ে তুলছে বিভিন্ন ধরনের শো-পিস। এছাড়াও ফেলে দেওয়া স্টিলের ঘটিকে রং করে নতুনত্ব দিয়েছে সে, মাটির সরার উপর এঁকেছে নানান ছবি। মুরাল আর্ট থেকে ক্লে গয়না বাড়িতেই বানিয়ে তুলেছে সে। তার হাতের রং তুলি ছোঁয়ায় যেন প্রতিটি ছবি প্রাণবন্ত হয়ে ওঠে। ইতিমধ্যেই প্রায় কুড়িরও বেশি ধরনের শো-পিস রয়েছে তার কাছে। এছাড়াও গ্রাহকদের চাহিদা মত বানিয়ে দিচ্ছে বিভিন্ন জিনিস।

advertisement

আরও পড়ুন: বছরের বাকি সময়টায় সোনার দাম কমবে না কি বাড়বে ? জেনে নিন কত হবে ১ গ্রামের দাম

একদিকে যেমন ফেলে দেওয়া কিংবা ভেঙে যাওয়া নানান জিনিসকে যেমন নতুন রূপ দিচ্ছে, তেমনই তার নিত্য নতুন জিনিস তৈরি সকলের কাছে বেশি পছন্দের হয়ে উঠছে। এই শিল্পের প্রতি অনুরাগ ও ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। যখন সকলে চাকরির পিছনে ছুটে তখন চাকরি ছেড়ে দিয়ে এসে তার এই শিল্প চেতনাকে কুর্নিশ জানিয়েছেন শিল্পীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making: শখকেই ব্যবসায় রূপান্তর, কলেজ পাশ ছাত্রী যা করেন, জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল