উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ভর্তি হয়েছিল ছবি আঁকা নিয়ে। এবার নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস, ক্লে দিয়ে তৈরি করছে নানান ধরনের গৃহসজ্জার জিনিস।ছবি আঁকার পাশাপাশি বিভিন্ন ধরনের শো-পিস, বিভিন্ন গয়না। ছবি এঁকে একদিকে যেমন নিজের শখ পূরণ করছেন, তেমনই হাতে বানান এই সকল জিনিস অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে লাভের মুখ দেখছেন তিনি। শুধু তাই নয় অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা। বাঁধা ধরা নিয়মে না থেকে, নিজের স্বাধীনতায় হাতের কাজ করে মাসে আয় উপার্জনের পথ খুঁজে নিয়েছেন এই কলেজ পাশ যুবতী।
advertisement
আরও পড়ুন: PM Kisan : আপনার নাম নেই সুবিধাভোগীদের তালিকায় ? কী করতে হবে
পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা, ঈপ্সিতা কর।ছোটবেলার শখ এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে প্রতিদিন। যেমন ফেলে দেওয়া বোতলে কাগজ কিংবা টিস্যু পেপার জড়িয়ে তার উপর রং করে ফুটিয়ে তুলছে বিভিন্ন ধরনের শো-পিস। এছাড়াও ফেলে দেওয়া স্টিলের ঘটিকে রং করে নতুনত্ব দিয়েছে সে, মাটির সরার উপর এঁকেছে নানান ছবি। মুরাল আর্ট থেকে ক্লে গয়না বাড়িতেই বানিয়ে তুলেছে সে। তার হাতের রং তুলি ছোঁয়ায় যেন প্রতিটি ছবি প্রাণবন্ত হয়ে ওঠে। ইতিমধ্যেই প্রায় কুড়িরও বেশি ধরনের শো-পিস রয়েছে তার কাছে। এছাড়াও গ্রাহকদের চাহিদা মত বানিয়ে দিচ্ছে বিভিন্ন জিনিস।
আরও পড়ুন: বছরের বাকি সময়টায় সোনার দাম কমবে না কি বাড়বে ? জেনে নিন কত হবে ১ গ্রামের দাম
একদিকে যেমন ফেলে দেওয়া কিংবা ভেঙে যাওয়া নানান জিনিসকে যেমন নতুন রূপ দিচ্ছে, তেমনই তার নিত্য নতুন জিনিস তৈরি সকলের কাছে বেশি পছন্দের হয়ে উঠছে। এই শিল্পের প্রতি অনুরাগ ও ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। যখন সকলে চাকরির পিছনে ছুটে তখন চাকরি ছেড়ে দিয়ে এসে তার এই শিল্প চেতনাকে কুর্নিশ জানিয়েছেন শিল্পীরা।
রঞ্জন চন্দ