আরও পড়ুন: সেনা বেতন, পেনশন বিলের ক্ষেত্রে অগ্নিপথ স্কিম কীভাবে কাজ করবে? কতটা লাভ হবে এতে?
একটি সিকিউরিটি রিসার্চের ওয়েবসাইট অনুযায়ী, দেশের কৃষকদের সুবিধার্থে তৈরি করা Pradhan Mantri Kisan Samman Nidhi যোজনার পোর্টাল থেকে প্রায় ১১ কোটি কৃষকদের আধার ডেটা লিক হয়ে গিয়েছে ৷ এই তথ্য ভুল হাতে পড়ে গেলে সাইবার অপরাধীরা সেগুলির অপব্যবহার করতে পারবেন বলে আশঙ্কা করা হচ্ছিল ৷ এর আগেও আধার ডেটা লিক হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: আজ আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম, জানলে চমকে যাবেন আপনিও....
কী কী ডিটেল লিক হয়েছে ?
সিকিউরিটি রিসার্চর অতুল নায়র একটি পোস্ট জানিয়েছে, পিএম কিষান যোজনার ওয়েবসাইটের রেজিস্টার্ড কৃষকদের আধার নম্বর লিক হয়ে গিয়েছে ৷ পোর্টালে একটি বাগের জন্য ওয়েবসাইটের একটি অংশে পিএম কিষান সম্মান নিধি যোজনায় নথিভুক্ত কৃষকদের আধার নম্বর দেখা যাচ্ছিল ৷ এরপর সরকারের তরফে কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমকে ( CERT-In) রিপোর্ট করা হয়েছে ৷
কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম এই রিপোর্টকে তৎকাল নোডাল এজেন্সির মাধ্যমে নির্দিষ্ট আধিকারিকদের ডিটেল পাঠানো হয় এবং কয়েক মাসের মধ্যে সমস্যা ঠিক করে দেওয়া হয়েছে ৷ নায়র তাদের পোস্ট লিখেছেন, জানুয়ারিতে হওয়া এই সমস্যার সমাধান মে মাসের শেষে ঠিক করে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: রান্নার তেলের দামে ফের পতন! লিটার প্রতি সর্ষে-বাদাম-সয়াবিন তেলের দর কত? দেখুন...
২০১৯ সালে কৃষকদের সরাসরি আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে পিএম কিষান যোজনার শুরু করা হয়েছিল ৷ এর জন্য সরকারি এই ওয়েবসাইটে কৃষকদের নাম নথিভুক্ত করা হয়েছে ৷ এখন প্রায় ১১ কোটি কৃষকদের নাম নথিভুক্ত করা হয়েছে ৷ এই যোজনায় কৃষকদের প্রতি চার মাসে ২০০০ টাকা দেওয়া হয় ৷