গত কয়েকদিনের ঘটনায় তিনি স্তম্ভিত বলে উল্লেখ করেছেন। বুধবার সকাল থেকে এক্সিকিউটিভ কমিটির পাঁচ সদস্য তাঁকে জেরা করে। জার্মানিতে সংস্থার হেড-কোয়ার্টারেই চলছিল সেই জেরা। বিতর্ক শুরু হওয়ার পর থেকে একের পর এক চাপের মুখে পড়ছে এই সংস্থা। ৩০ শতাংশ শেয়ারও পড়ে গিয়েছে। এমনকী, এই ঘটনার জেরে জার্মানির সরকারও চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রে ফোক্সভাগেনের গাড়িগুলি তৈরির সময় সংস্থা কার্বন নির্গমন সংক্রান্ত আইন ভেঙেছে বলে সম্প্রতি খবর প্রকাশ্যে এসেছে। তারপরই সংস্থার বিরুদ্ধে অপরাধের তদন্ত করারও সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সংস্থার উদ্দেশে বলেছেন, যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির বদল ঘটাতে হবে। জার্মানির ইঞ্জিনিয়ারিংয়ের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই সংস্থাকে।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2015 10:08 PM IST
