TRENDING:

পদত্যাগ করলেন ফোক্সভাগেনের সিইও

Last Updated:

বিতর্কের মুখে সব দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করলেন ফোক্সভাগেন-এর সিইও মার্টিন উইন্টারকর্ন। ৭৮ বছরের ইতিহাসে সবথেকে বড় বিতর্কের সম্মুখীন হয়েছে জনপ্রিয় এই গাড়ির সংস্থা। পদত্যাগের পর তিনি জানান, ”আমার মনে হয় সংস্থা আবার নতুন করে শুরু করা দরকার। আমি সেই পথ প্রশস্ত করে দিলাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উলফসবার্গ: বিতর্কের মুখে সব দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করলেন ফোক্সভাগেন-এর সিইও মার্টিন উইন্টারকর্ন। ৭৮ বছরের ইতিহাসে সবথেকে বড় বিতর্কের সম্মুখীন হয়েছে জনপ্রিয় এই গাড়ির সংস্থা। পদত্যাগের পর তিনি জানান, ”আমার মনে হয় সংস্থা আবার নতুন করে শুরু করা দরকার। আমি সেই পথ প্রশস্ত করে দিলাম।
advertisement

গত কয়েকদিনের ঘটনায় তিনি স্তম্ভিত বলে উল্লেখ করেছেন। বুধবার সকাল থেকে এক্সিকিউটিভ কমিটির পাঁচ সদস্য তাঁকে জেরা করে। জার্মানিতে সংস্থার হেড-কোয়ার্টারেই চলছিল সেই জেরা। বিতর্ক শুরু হওয়ার পর থেকে একের পর এক চাপের মুখে পড়ছে এই সংস্থা। ৩০ শতাংশ শেয়ারও পড়ে গিয়েছে। এমনকী, এই ঘটনার জেরে জার্মানির সরকারও চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

মার্কিন যুক্তরাষ্ট্রে ফোক্সভাগেনের গাড়িগুলি তৈরির সময় সংস্থা কার্বন নির্গমন সংক্রান্ত আইন ভেঙেছে বলে সম্প্রতি খবর প্রকাশ্যে এসেছে। তারপরই সংস্থার বিরুদ্ধে অপরাধের তদন্ত করারও সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সংস্থার উদ্দেশে বলেছেন, যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির বদল ঘটাতে হবে। জার্মানির ইঞ্জিনিয়ারিংয়ের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই সংস্থাকে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পদত্যাগ করলেন ফোক্সভাগেনের সিইও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল