TRENDING:

মাত্র ১২১ টাকা লগ্নিতে পাওয়া যাবে ২৭ লক্ষ ! LIC-র এই পলিসি করেছেন ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই এবার নতুন ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে এল LIC ৷ মেয়ের বিয়ে দেওয়ার জন্য জন্মের পর থেকেই অভিভাবকরা অল্প অল্প করে টাকা জমাতে শুরু করেন ৷ এবার শুধুমাত্র মেয়ের বিয়ের জন্যই নতুন পলিসি LIC-র ৷ যার নাম ‘কন্যাদান যোজনা’ ৷
advertisement

এই পলিসিতে প্রতিদিন ১২১ টাকা করে ধরলে প্রিমিয়াম হিসেবে মাসে ৩৬০০ টাকা দিতে হবে আপনাকে ৷ LIC-র এই বিশেষ পলিসিতে ২৫ বছরে আপনি পাবেন ২৭ লক্ষ টাকা ৷ এর পাশাপাশি পলিসি নেওয়ার পর যদি পলিসি যিনি করছেন, তাঁর মৃত্যু হয় ৷ তাহলে পরিবারকে এই পলিসির জন্য প্রিমিয়াম ভরতে হবে না ৷ পাশাপাশি পরিবারকে প্রতি বছর ১ লক্ষ করেও টাকা দেওয়া হবে ৷ এছাড়া ২৫ বছর পুরো হওয়ার পর ২৭ লক্ষ টাকাও পাবেন তিনি ৷ এর পাশাপাশি কেউ এর থেকে বেশি বা কম প্রিমিয়ামও দিতে পারবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এই পলিসি নেওয়ার জন্য পলিসিকারির ন্যূনতম বয়স ৩০ বছর হওয়া প্রয়োজন ৷ আর মেয়ের বয়স অন্তত ১ বছর হতে হবে ৷ ২৫ বছরের প্ল্যান হলেও প্রিমিয়াম ভরতে হবে ২২ বছর পর্যন্তই ৷ এর পাশাপাশি আপনি এবং আপনার মেয়ের বয়স হিসেবে পলিসির সময়সীমা নির্ধারণ করা হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ১২১ টাকা লগ্নিতে পাওয়া যাবে ২৭ লক্ষ ! LIC-র এই পলিসি করেছেন ?