TRENDING:

বাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এখানে মিলছে অল টাইম লো রেটে লোন...

Last Updated:

সংস্থার মাধ্যমে হোমওয়াই অ্যাপ (HomY app ) লঞ্চ করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডের (LIC Housing Finance Ltd) তরফে বড় ঘোষণা করা হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, হোম লোনের সুদের হার কমিয়ে ৬.৬৬ শতাংশ করা হয়েছে ৷ LIC Housing Finance Ltd এর তরফে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোনে সুদের হার (Home loan rates) কমিয়ে অল টাইম লো (All time low interest rate) করে দেওয়া হয়েছে ৷ তবে এর লাভ কেবল নির্ধারিত সময় পর্যন্ত পাওয়া যাবে ৷ LIC HFL বয়ান অনুযায়ী, এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডের এই স্কিম ৩১ অগাস্ট ২০২১ পর্যন্ত লাগু থাকবে ৷ শর্ত অনুযায়ী, লোনের প্রথম কিস্তি ৩০ সেপ্টেম্বরের আগে দিতে হবে ৷
advertisement

সংস্থার তরফে কী জানাল হল ? সংস্থার তরফে জানানো হয়েছে, এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড সর্বোচ্চ ৩০ বছরের জন্য হোম লোনে সর্বনিম্ন সুদের হার দিচ্ছে ৷ এলআইসি হাউসিং ফাইন্যান্স সিইও (CEO)জানিয়েছেন, করোনা মহামারির জেরে আমরা এরকম রেট জারি করতে চায় যাতে পরিস্থিতির উন্নতি হয় ৷ এবং বেশির ভাগ মানুষ যাতে বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন ৷ রেট কমানোর জেরে উপভোক্তারদের ভরসা বাড়বে সংস্থার উপরে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সংস্থার মাধ্যমে হোমওয়াই অ্যাপ (HomY app ) লঞ্চ করা হয়েছে ৷ ডিজিটাল মাধ্যমে লোনের জন্য আবেদন করতে পারবেন ৷ এখানে আপনি আপনার লোনের আবেদন ট্র্যাক করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা বাড়িতে বসেই বিভিন্ন পরিষেবার সুবিধা পেয়ে থাকেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এখানে মিলছে অল টাইম লো রেটে লোন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল