ক্যাশব্যাক এসবিআই কার্ড: এই মুহূর্তে ক্যাশব্যাক এসবিআই কার্ডই সবচেয়ে জনপ্রিয়। অনলাইন খরচে ৫ শতাংশ এবং অন্যান্য খরচে ১ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে। এই কার্ডের বার্ষিক ফি ৯৯৯ টাকা।
আরও পড়ুন: ব্যবসায়িক ক্ষেত্রেও নিজের ক্যারিশমা দেখাচ্ছেন ধোনি! জানেন কত রকমের ব্যবসা আছে তাঁর?
ফ্লিপকার্ড অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড: যাঁরা ফ্লিপকার্টে কেনাকাটা করেন তাঁদের জন্য এটা আদর্শ। তাছাড়া সমস্ত খরচের উপরেই ১.৫ শতাংশ ফ্ল্যাট ক্যাশব্যাক দিচ্ছে। ফ্লিপকার্ট, মিন্ত্রা-তে কেনাকাটায় ৫ শতাংশ এবং ফ্লিপকার্টের পার্টনার মার্চেন্টে কেনাকাটায় ৪ শতাংশ ক্যাশব্যাক মিলবে।
advertisement
অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড: অ্যামাজনে কেনাকাটায় ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক মিলবে অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে। কোনও বার্ষিক ফি নেই।
এইচএসবিসি ক্যাশব্যাক ক্রেডিট কার্ড: এই কার্ডের বার্ষিক ফি ৭৫০ টাকা। অ্যামাজন, বিগ বাস্কেট, মিন্ত্রা এবং আজিও-তে কেনাকাটায় ৫ শতাংশ ডিসকাউন্ট। এছাড়া অন্যান্য অনলাইন খরচে ১.৫ শতাংশ ক্যাশব্যাক।
এইচডিএফসি মিলেনিয়া ক্রেডিট কার্ড: অ্যামাজন, ফ্লিপকার্ট, পেজ্যাপ এবং স্মার্টবাই-তে কেনাকাটায় ৫ শতাংশ ক্যাশব্যাক। বার্ষিক ফি ১০০০ টাকা।
আরও পড়ুন: এই ১০ চাকরিতে পাওয়া যায় সবচেয়ে বেশি বেতন! দেখে নিন তালিকা!
অ্যাক্সিস ব্যাঙ্ক এসিই ক্রেডিট কার্ড: গুগল পে-র মাধ্যমে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জে ৫ শতাংশ ক্যাশব্যাক। সুইগি, জোম্যাটো, ওলাতেও বিশেষ ছাড়। বার্ষিক ফি ৪৯৯ টাকা।
এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড: বুকমাইশো, ক্লিয়ারট্রিপ, নেটমেডস-এ কেনাকাটায় ১০ রিওয়ার্ড পয়েন্ট। এছাড়া ১০০ টাকার উপর অনলাইন খরচে ৫ রিওয়ার্ড পয়েন্ট।
এইচডিএফসি মানিব্যাক এবং ক্রেডিট কার্ড: ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি, রিলায়েন্স স্মার্ট সুপারস্টোর এবং বিগ বাস্কেটে কেনাকাটায় ১০x রিওয়ার্ড পয়েন্ট। ইএমআই-এর উপর ৫x ক্যাশপয়েন্ট। এর সঙ্গে প্রতি ১৫০ টাকা খরচে (জ্বালানি, ওয়ালেট রিলোড, প্রিপেড কার্ড লোড, ভাউচার কেনাকাটা ছাড়া) ২ ক্যাশপয়েন্ট।