সম্প্রতি মুম্বইয়ের লোনাভালায় দেশের সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গডকরি (Nitin Gadkari) এবং মহারাষ্ট্র সরকারের পরিবেশ ও পর্যটন বিভাগের ক্যাবিনেট মন্ত্রী আদিত্যঠাকরের (Aaditya Thackeray) উপস্থিতিতে ডেলা লিডার্স ক্লাব লঞ্চ করা হয়েছে। এই প্রসঙ্গে গডকরি জানিয়েছেন যে জ্ঞানই আদতে ক্ষমতার স্বরূপ, এবার সেই জ্ঞান যদি আর্থিক উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়, তাহলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তাঁর আশা, ডেলা লিডার্স ক্লাব এই কাজ করে দেখাতে পারবে। অন্য দিকে থ্যাকারের বক্তব্য- কোভিডকালে বিশ্বের এই প্রথম বিজনেস প্ল্যাটফর্ম দেশের নাগরিকদের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতিরও সহায়ক হয়ে উঠবে।
advertisement
জানা গিয়েছে যে ইতিমধ্যেই ডেলা লিডার্স ক্লাবে আন্তর্জাতিক দুনিয়ার ২০০০ জন প্রথিতযশা বিজনেস পার্সন যুক্ত হয়েছেন। এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য তাঁদের সবার মধ্যে একটা যোগসূত্র গড়ে তোলা যাতে একজনের বাণিজ্যিক মতামত অন্যের উন্নতির সহায়ক হয়। জিমি মিস্ত্রি আশা করেন যে এই দিক থেকে আন্তর্জাতিক দুনিয়ার শিল্পজ্ঞানে এই দেশ সমৃদ্ধ হয়ে উঠবে। তিনি আরও দাবি করেছেন যে তাঁর এই প্ল্যাটফর্মে রেডি টু অ্যাপ্লাই বিজনেস প্ল্যান পাওয়া যাবে ডাকসাইটে উদ্যোগপতিদের থেকে, যা তাঁরা মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করেছেন! বিনা পরিশ্রমে পাওয়া এই অভিজ্ঞতার ফসল ব্যক্তিগত উন্নতির সহায়ক হয়ে উঠবে বলেই মনে করছেন মিস্ত্রি!