আরও পড়ুন: পুরনো ওয়াশিং মেশিন কিনছে বিশ্বের নামী কোম্পানিগুলি, কেন? পুরো বিষয়টা জানুন!
তবে কেবল সুধা নয়, ভারতের বিভিন্ন প্রান্তে একই সমস্যার মুখে পড়েছেন বহু মানুষ। ১০ গ্রাম সোনার দাম যেদিন ৪৮,৮৪০ টাকার পৌঁছেছিল সেদিন মানিকন্ট্রোল ডট কমের টিম টায়ার ১ এবং টায়ার ২ শহরের প্রায় ২৫টি জুয়েলারির দোকানে ঢুঁ মারে। কিন্তু কোনও দোকানদারই নগদ টাকার বিনিময়ে পুরনো সোনার গয়না কিনতে রাজি হননি। তবে পুরনো গয়নার বদলে নতুন গয়না দিতে রাজি ছিলেন তাঁরা। মানিকন্ট্রোল ডট কমের প্রতিবেদক কয়েকটি পুরনো কয়েন বিক্রির চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। শুধু সোনা নয় রুপোর বদলেও কেউ নগদ টাকা দিতে রাজি ছিলেন না।
advertisement
কেন নিচ্ছে না? মানিকন্ট্রোল ডট কমের প্রশ্নের উত্তরে এক জুয়েলার্স বলেছেন, পারিপার্শ্বিক কিছু কারণে সোনার দাম বাড়ছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অপরিশধিত তেলের দাম বৃদ্ধি অন্যতম কারণ। তবে এই প্রবণতা খুব শীঘ্রই বদলে যাবে। তখন সোনার দাম কমলে তাঁদের ক্ষতির মুখে পড়তে হবে।
আরও পড়ুন: আজ পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল না কমল ? দেখে নিন এখানে....
তাহলে এখন কেউ পুরনো গয়না বিক্রি করতে চাইলে উপায়? বিশেষজ্ঞরা বলছেন, বিলটা যত্ন করে রাখতে হবে। তারপর যে দোকান থেকে গয়না কেনা হয়েছে যেতে হবে সেই জুয়েলার্সের কাছেই। তবেই পুরনো গয়নার বিনিময়ে একটা ভালো পরিমাণ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ভারতের অধিকাংশ জুয়েলার্স খুচরো বিক্রেতা। মুদিখানা বা স্টেশনারি বা কাঁচা বাজারের দোকানে যেমন বিক্রির পর আর জিনিস ফেরত নেওয়া হয় না, সোনার দোকানেও তেমনই। পিপল গ্রুপ অফ জুয়েলার্সের ডিরেক্টর রাজীব পিপল বলছেন, ‘শুধুমাত্র কিছু বাছাই করা জুয়েলার্সই এগুলো নেয়। দোকানের বাইরে তারা এই নিয়ে বিজ্ঞাপনও করে’। মুম্বয়ের জাভেরি বাজার এবং অপেরা হাউসের আশপাশের জুয়েলাররা পুরনো গয়নার বদলে নগদ টাকা দেয়। তবে এসব দোকানে সোনার সঠিক মূল্য পাওয়া যায় না।
আরও পড়ুন: 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ঝটকা! DA নিয়ে Big Update
ব্যবহৃত গয়না কেনা-বেচায় দামের তারতম্য হয়, যার কারণে সঠিক দাম পাওয়া কঠিন। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট এবং ট্যুইটার হ্যান্ডেল থেকে গয়না বিক্রি এবং ক্রয়ের হার পরীক্ষা করে দেখা যায়। শুধু তাই নয়, ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসড কল দিয়েও এই সম্পর্কে তথ্য মিলবে। তবে মনে রাখতে হবে, গয়না কেনা মানে সোনায় বিনিয়োগ করা নয়। ভবিষ্যতে সন্তানের বিয়ে বা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কিনতে চাইলে, গোল্ড ইটিএফ, মিউচুয়াল ফান্ডের গোল্ড স্কিম, সভরেইন গোল্ড বন্ড ইত্যাদিতে বিনিয়োগ করতে হবে।