TRENDING:

জেট এয়ারওয়েজের বাম্পার দিওয়ালি সেল ! ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল সব টিকিটেই দারুণ ছাড়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সংস্থার আর্থিক অবস্থা যতোই খারাপ হোক না কেন মাঝেমধ্যেই বিমান টিকিটে ডিসকাউন্টের ছড়াছড়ি ৷ ভারতের এই প্রিমিয়াম বিমানসংস্থার ব্যবসা গত বেশ কয়েক মাস ধরেই ধুঁকছে ৷ আর্থিক অনটনের মধ্যেই ‘দিওয়ালি সেল’-এর কথা ঘোষণা করেছে জেট এয়ারওয়েজ ৷
advertisement

ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল সব ক্ষেত্রেই এই অফারে ৩০ শতাংশ পর্যন্ত বিমান টিকিটে ছাড় পাবেন গ্রাহকরা ৷ শুধু জেট এয়ারওয়েজই নয়, এই বিমানসংস্থার সঙ্গে কোড শেয়ার করা দুই বিদেশি বিমানসংস্থা এয়ার ফ্রান্স এবং কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের টিকিটেও ছাড় পাবেন যাত্রীরা ৷ ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া এই অফার চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত ৷ অর্থাৎ এই দিনের মধ্যে টিকিট কাটলেই ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই সেক্টরেই ছাড় পাবেন গ্রাহকরা ৷

advertisement

জেট এয়ারওয়েজের ‘দিওয়ালি সেল’ নিয়ে যে কয়েকটি তথ্য জানা প্রয়োজন:-

১.  জেট এয়ারওয়েজের এই অফার বিভিন্ন রুটের ক্ষেত্রে বিভিন্ন

২. ইন্টারন্যাশনাল সেক্টরের যাত্রীরা এখনই এই অফার পাবেন ৷

৩. ডোমেস্টিক সেক্টরে ‘প্রিমিয়ার’ ক্লাস যাত্রী ৮ দিনের মধ্যেই এই অফার পাবেন ৷ অন্যদিকে ইকনমি শ্রেণীর যাত্রীরা এই অফার পেতে ১৫ দিনের সময়সীমা দেখেই টিকিট বুক করুন ৷

advertisement

৪. শুধু ভারতীয়রাই নয় ৷ নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার যাত্রীরাও ভারত, মধ্য-প্রাচ্য বা ইউরোপের টিকিটে এই অফার পাবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৫. শিশুদের জন্যও টিকিটে থাকছে বিশেষ ছাড় ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জেট এয়ারওয়েজের বাম্পার দিওয়ালি সেল ! ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল সব টিকিটেই দারুণ ছাড়