TRENDING:

LPG Gas ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর! মিলবে এই বিশেষ সুবিধাগুলি

Last Updated:

Indian oil এর তরফে এই বিষয়ে ট্যুইট করে জানানো হয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে, এবছর সংস্থার তরফে ৪টি নতুন পরিষেবা চালু করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্রাহকদের সুবিধার্থে ৪টি নতুন পরিষেবা নিয়ে হাজির ইন্ডিয়ান অয়েল (IOCL) ৷ এর জেরে রান্নাঘরের একাধিক কাজ আরও সহজেই করা সম্ভব বলে জানা গিয়েছে ৷ আপনিও ইন্ডেনের গ্রাহক হলে এর সুবিধা নিতে পারবেন ৷ Indian oil এর তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷
advertisement

IOCL এর ট্যুইট-Indian oil এর তরফে এই বিষয়ে ট্যুইট করে জানানো হয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে, এবছর সংস্থার তরফে ৪টি নতুন পরিষেবা চালু করা হয়েছে ৷--ইন্ডিয়ান এক্সট্রা ফার্স্ট-- মিসড কলের মাধ্যমে গ্যাস বুকিংয়ের সুবিধা--৫ কিলোগ্রামের ছোট সিলিন্ডার--কম্বো সিলিন্ডার ১৪.৪ কিলো ও ৫ কিলোগ্রামের

advertisement

এবার থেকে গ্রাহকরা ইন্ডেনের এক্সট্রা ফার্স্ট সিলিন্ডার পাবেন ৷ এই গ্যাসটি উন্নতমানের হবে যেখানে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ৷ সময় কম লাগার পাশাপাশি খাওয়ার কোয়ালিটি আরও ভাল হবে ৷

advertisement

করোনা সঙ্কটে মিসড কলের মাধ্যমে গ্রাহকদের গ্যাস বুকিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে ৷ দেশের যে কোনও জায়গা থেকে 8454955555 নম্বরে মিসড কল দিলেই বুকিং হয়ে যাবে গ্যাস ৷ মিসড কলের মাধ্যমে বুকিং হওয়ায়, এর জন্য টেলিকম সংস্থার তরফে কোনও টাকা হবে না ৷

advertisement

কম্বো সিলিন্ডার- গ্রাহকদের জন্য কম্বো সিলিন্ডারের সুবিধা নিয়ে আসা হয়েছে ৷ ১৪.৪ কিলোগ্রামের সিলিন্ডারের সঙ্গে পেয়ে যেতে পারেন ৫ কিলোর ছোট সিলিন্ডার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৫ কিলোগ্রামের ছোট সিলিন্ডার- যাঁদের বাড়িতে বেশি গ্যাস ব্যবহার করার দরকার নেই বেশি তাঁরা ৫ কিলোগ্রাম সিলিন্ডারের মাধ্যমে কাজ চালিয়ে নিতে পারবেন ৷ ৫ কিলোর সিলিন্ডার ইন্ডেনের এজেন্সি বা সংস্থার পেট্রোল পাম্প থেকে নেওয়া যেতে পারে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর! মিলবে এই বিশেষ সুবিধাগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল