নীচে বিনিয়োগের এমন কয়েকটি বিকল্প নিয়ে আলোচনা করা হল যা কর ছাড়ের পাশাপাশি ভালো রিটার্ন প্রদান করে।
ইউএলআইপি (ULIP)
ভারতীয় আয়কর আইনের ধারা 10(10d)-এর অধীনে উইনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান বা ইউএলআইপি প্রকল্পে বিনিয়োগের মেয়াদ শেষে যে রিটার্ন পাওয়া যায় তার ওপর ট্যাক্স ধার্য করে না সরকার। ইউএলআইপি অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো কাজে করে যেখানে অগ্নিকারিরা তাদের বিনিয়োগ এক তহবিল থেকে সরিয়ে অন্য তহবিলে নিয়ে যেতে পারে। মিউচুয়াল ফান্ডের তুলনায় এই ইউএলআইপিগুলিকে অনেক বেশি লাভজনক মনে করা হয়।
advertisement
ম্যাচিউরিটির অর্থে কর মুক্তির পাশাপাশি ধারা 80C অনুযায়ী বিনিয়োগকারী প্রিমিয়াম হিসেবে বার্ষিক যত টাকা লগ্নি করে তার ওপরেও কোনও ট্যাক্স নেওয়া হয় না। ইনকাম ট্যাক্স আইনের এই ধারার অধীনে ইউএলআইপি স্কিমে লগ্নি ট্যাক্স-সেভিং বিনিয়োগের মধ্যে পড়ে। এছাড়া, ইউএলআইপি-এর অধীনে থাকা একটি ফান্ড থেকে বিনিয়োগ সরিয়ে অন্য ফান্ডে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কোনও কর দিতে হয় না।
টার্ম ইনস্যুরেন্স পলিসি (Term insurance plans)
টার্ম ইনস্যুরেন্স পলিসি একটি খুবই বিখ্যাত বিমা স্কিম যা প্রত্যেক বিনিয়োগকারীকে তাদের পোর্টফোলিওতে যুক্ত করা উচিত। ভারতীয় আয়কর আইন ১৯৬১, ধারা 80C-এর অধীনে, একটি টার্ম ইনস্যুরেন্স পলিসির জন্য প্রিমিয়াম হিসেবে একজন লগ্নিকারি যে পরিমাণ টাকা বিনিয়োগ করে তার ওপর কোনও ট্যাক্স ধার্য করা হবে না। এই বিমায় মাধ্যমে একজন বিনিয়োগকারী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়ামকে করমুক্ত করতে পারে।
এনডাউমেন্ট পলিসি (Endowment policy)
এনডাউমেন্ট পলিসি হল এক ধরনের জীবন বিমা যা পরিবারিক চিকিৎসা সুরক্ষা প্রদান করে। এই বিমার একটি নির্ধারিত মেয়াদ থেকে এবং মেয়াদ শেষ হওয়ার পর জীবিত থাকে তবে বিমা কোম্পানি বিনিয়োগকারীকে মোটা অঙ্কের অর্থরাশি প্রদান করে। এই বিকল্পে বিনিয়োগ করেও ১.৫ লক্ষ টাকা ট্যাক্স মুক্ত করা যায়।