TRENDING:

মাত্র ২৩৩ টাকা প্রতিদিন সেভিংস করে পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকা

Last Updated:

দেখে নিন কীভাবে মিলবে ১৭ লক্ষ টাকা ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সমস্ত স্তরের মানুষের চাহিদা ও প্রয়োজনের কথা মাথায় রেখে সময় সময়ে বিভিন্ন নতুন প্ল্যান নিয়ে হাজির হয় এলআইসি (LIC) ৷ এলআইসি-র জীবন লাভ প্ল্যানের (LIC jeevan Labh) মাধ্যমে প্রতিদিন ২৩৩ টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকার ফান্ড ৷ অর্থাৎ কয়েক বছরের মধ্যে হয়ে যাবেন লক্ষপতি ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/life-style/try-this-nutritious-breakfast-recipe-made-of-oats-and-dark-chocolate-tc-dc-672823.html

সন্তাদের বিয়ে ও পড়াশোনার জন্য এই প্ল্যান

পলিসির নাম জীবন লাভ (936) ৷ এটি একটি নন লিঙ্কড পলিসি ৷ ফলে শেয়ার মার্কেটের কোনও প্রভাব পড়বে না পলিসির উপরে ৷ এটি একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান ৷ সংস্থার তরফে এই প্ল্যান সন্তানদের বিয়ে, পড়াশোনা ও প্রোপার্টি কেনাকাটির জন্য তৈরি করা হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/education-career/job-bel-invites-applications-for-trainee-and-project-engineer-posts-tc-dc-672458.html

জেনে নিন পলিসি সম্বন্ধে বিস্তারিত-

  1. এলআইসি জীবন লাভ পলিসিতে লাভের পাশাপাশি মিলবে সুরক্ষা
  2. এই পলিসি ৮ থেকে ৫৯ বছরের যে কোনও ব্যক্তি নিতে পারবেন
  3. ১৬ থেকে ২৫ বছরের জন্য পলিসির টার্ম নেওয়া যেতে পারে
  4. কমপক্ষে ২ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড নিতে হবে
  5. advertisement

  6. ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিলে লোনের সুবিধা মিলবে
  7. প্রিমিয়ামে ট্যাক্স ছাড় এবং পলিসি হোল্ডারের মৃত্যুতে নমিনিতে বিমার টাকা ও বোনাস দেওয়া হবে

পলিসি হোল্ডারের মৃত্যু হলে-

পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে এবং সেই সময় পর্যন্ত সমস্ত প্রিমিয়াম দেওয়া থাকলে নমিনিকে বিমার টাকা, সিম্পল রিভার্সনরি বোনাস ও ফাইনাল অ্যাডিশন বোনাস দেওয়া হবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/technology/mobile-step-by-step-process-of-how-to-download-and-save-twitter-videos-on-your-phone-tc-dc-672432.html

দেখে নিন কীভাবে মিলবে ১৭ লক্ষ টাকা ?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কোনও ব্যক্তি ২৩ বছর বয়সে ১৬ বছরের জন্য টার্ম প্ল্যান ও ১০ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড সিলেক্ট করে থাকলে ১০ বছর পর্যন্ত ২৩৩ টাকা প্রতিদিন ইনভেস্ট করতে হবে ৷ এই ভাবে মোট ৮৫৫১০৭ টাকা ইনভেস্টমেন্ট হবে ৷ ম্যাচিউরিটিতে অর্থাৎ ৩৯ বছর বয়সে পেয়ে যাবেন ১৭,১৩,০০০ টাকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ২৩৩ টাকা প্রতিদিন সেভিংস করে পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল