এলআইসি কন্যাদান যোজনায় প্রতিদিন ১৩০ টাকা জমা করলে বছরে ৪৭৪৫০ টাকা জমা করা হবে ৷ ২৫ বছর পর এলআইসি আপনাকে ২৭ লক্ষ টাকা দেবে ৷ LIC Kanyadaan policy-তে ইনভেস্ট করার জন্য আপনার বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে এবং মেয়ের বয়স ন্যূনতম ১ বছর হতে হবে ৷
ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ২৭ লক্ষ টাকা- পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে গেলে অতিরিক্ত ৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ কোনও ব্যক্তি ৫ লক্ষ টাকার বিমা নিয়ে থাকলে তাঁকে ২২ বছর পর্যন্ত মাসে ১৯৫১ টাকা দিতে হবে ৷ ম্যাচিউরিটিতে এলআইসি-র তরফে ১৩.৩৭ লক্ষ টাকা দেওয়া হবে ৷ একই ভাবে কেউ ১০ লক্ষ টাকার বিমা করালে তাঁকে মাসে ৩৯০১ টাকা দিতে হবে ৷ ২৫ বছর পর এলআইসি-র তরফে ২৬.৭৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷
advertisement
এই স্কিমে আবেদন করার জন্য আধার কার্ড, পরিচয় পত্র, ঠিকানার প্রমান পত্র জমা দিতে হবে ৷ এছাড়া এই যোজনায় ইনভেস্ট করলে ইনকাম ট্যাক্সে ছাড় মিলবে ৷