TRENDING:

স্টার্টআপ-এর জন্য টাকা চাই? রতন টাটার টিপসগুলি মানলেই কেল্লাফতে...

Last Updated:

রইল রতন টাটার দেওয়া সেই মূল্যবান টিপস-গুলি৷ মেনে চললে ব্যবসা সফল হবেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কারও তাঁবেদারি না-করে নিজেই নিজের মালিক হবেন ভাবছেন? তা হলে একমাত্র উপায় স্টার্ট-আপ৷ চিন্তা নেই, আপনার পাশে রয়েছেন শিল্পপতি তথা টাটা সনস-এর চেয়ারম্যান এমিরেতাস রতন টাটা৷ সম্প্রতি তিনি ইনস্টাগ্রাম একটি পোল চালু করেছিলেন, তাতে নব্য উদ্যোগপতিদের তাঁদের স্টার্ট-আপ যাত্রার পরিকল্পনা শেয়ার করতে বলেছিলেন৷
advertisement

কয়েক মিনিটের মধ্যে ৮১ বছরের রতন টাটা একটি ১৬ পাতার নথি আপলোড করেন৷ তাতে এ, বি, সি, ডি করে বলে দিয়েছেন, সফল ভাবে স্টার্ট-আপ দাঁড় করাতে গেলে কী কী করতে হবে৷ ৯৭ শতাংশ মানুষই চেয়েছেন, স্টার্ট-আপ দাঁড় করাতে রতন টাটাই টিপস দিন৷

রতন টাটা

advertisement

রইল রতন টাটার দেওয়া সেই মূল্যবান টিপস-গুলি৷ মেনে চললে ব্যবসা সফল হবেই৷

১. সমস্যা

আগে সমস্যাটা চিহ্নিত করতে হবে৷ কোন সমস্যার সমাধান করতে হবে? নিজের জীবনের বাস্তব দিয়ে সেটা ভাবুন৷ ঠিক কোন সমস্যার সমাধান করতে চাইছেন?

২. সমাধান

এ বার ভাবতে হবে, সমস্যাটির সমাধান কী৷

৩. ইউনিক সেলিং প্রোপোজিশন

advertisement

এমন একটা সমাধান ভাবতে হবে, যা আগে হয়নি৷ অর্থাত্‍ ওই সমস্যার সমাধান একমাত্র আপনার আইডিয়া৷

৪. প্রতিযোগিতা

আপনার সমাধানের সঙ্গে বর্তমানে যে সমাধানগুলি বাজারে রয়েছে, সেগুলি তুলনা করুন৷ দেখুন, প্রতিযোগিতা কাদের সঙ্গে করবেন৷

৫. রেভিনিউ মডেল

এ বার ভাবুন, আপনার সমাধান থেকে কী ভাবে টাকা রোজগার করবেন৷ আগামী ৩-৫ বছরের পরিকল্পনা ছকে ফেলুন রোজগারের৷ কোথায় খরচ বেশি হতে পারে, সেগুলি চিহ্নিত করুন৷

advertisement

৬. টার্গেট

এ বার ঠিক করুন, আপনার টার্গেট মার্কেট কী৷ বাজারের আয়তন, গ্রাহকদের বয়স, ক্রয়ের অভ্যাস, কোন চ্যানেল ব্যবহার করে ওই বাজারটি ধরবেন, সব ক্যালকুলেশন করে ফেলুন৷

৭. আপনার প্রডাক্ট বা সার্ভিস

আপনার পরিষেবা বা প্রডাক্ট কী ভাবে ভ্যালু অ্যাড করবে৷ সেটির একটি পিপিটি তৈরি করে ফেলুন৷ এমন ভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন, যাতে সকলে সহজ ভাবে বুঝতে পারে৷

advertisement

৮. মাইলস্টোন

এখনও পর্যন্ত কী কী আপনার সাফল্য, যেমন প্রোটোটাইপ, পেটেন্ট, পাইলট ইত্যাদি, তার একটি তালিকা তৈরি করুন৷ এরপর আগামী ১, ৩ ও ৫ বছরের মাইলস্টোনগুলির তালিকা তৈরি করুন, যা আপনি ছুঁতে চান৷ অর্থাত্‍, স্টার্ট-আপের জন্য ফান্ডিং পেলে আপনি কী ভাবে মাইলস্টোনগুলি ছোঁবেন৷

৯. আর্থিক বিষয়

অন্যান্য লগ্নিকারীদের থেকে তহবিল জোগাড় করে থাকলে, বা অন্যান্য মহল থেকে ফান্ডিংয়ের প্রতিশ্রুতি পেলে, তা লিখুন৷ তাতে আপনার বিশ্বাসযোগ্যতা বিনিয়োগকারীর কাছে বাড়বে৷

১০. আপনার টিম

আপনার দলের সঙ্গে পরিচয় করান, যাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্টার্ট-আপটি তৈরি করছেন৷ কেন তাঁরা আপনার সঙ্গে আছেন, তা প্রেজেন্টেশনে লিখুন৷ এমন ভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন, যাতে মনে হয় একটি সাফল্যের গল্প বলছেন আপনি৷ কোনও ভাবেই যেন তা বোরিং না-হয়৷ প্রেজেন্টেশন প্রতিটি প্লেটে সব কভার করবে না, কিন্তু সব বোঝা যাবে, এমন ভাবে তৈরি করবেন৷

প্রসঙ্গত, রতন টাটা ওলা, পেটিএম, স্ন্যাপডিল, নেস্টআওয়ে, আর্বানল্যাডার, কার দেখো, লেন্সকার্টের মতো স্টার্ট-আপগুলিতে বিনিয়োগ করেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রতন টাটার কথায়, 'হৃদয়ে যদি আগুন অনুভব করবেন, কিছু করে দেখানোর, ঠিক কোনও উপায় বেরিয়ে যাবেই৷'

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্টার্টআপ-এর জন্য টাকা চাই? রতন টাটার টিপসগুলি মানলেই কেল্লাফতে...