TRENDING:

Stock Markets: বিপুল লভ্যাংশ দেয় এই সরকারি কোম্পানির স্টক, এবছর দিয়েছে ১৫ শতাংশেরও বেশি!

Last Updated:

Stock Markets: এই স্টকটি শেয়ারহোল্ডারদের বার্ষিক রিটার্ন দিয়েছে ১.৭ শতাংশ। তবে ২০২১-২২ অর্থবছরে তিনবার লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বাজারে এমন কিছু স্টক রয়েছে যাদের থেকে পাওয়া যায় অনেক বেশি লভ্যাংশ ও বোনাস। এমনকী অনেক কোম্পানি দিয়ে থাকে এফডির সুদের দ্বিগুণ লভ্যাংশ। এই ধরনের কোম্পানির শেয়ার যদি কোনও ব্যক্তির কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে তবে সেই ব্যক্তির নিয়মিত আয়ের মাধ্যম হয়ে উঠতে পারে এই ধরনের শেয়ার। এই ধরনের একটি স্টক হল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited) বা IOCL।
advertisement

আরও পড়ুন: বাড়ির প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমা ক্লেম করার ক্ষেত্রে কী বেশি সময় লাগবে?

এই স্টকটি শেয়ারহোল্ডারদের বার্ষিক রিটার্ন দিয়েছে ১.৭ শতাংশ। তবে ২০২১-২২ অর্থবছরে তিনবার লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি। এর ফলে হোল্ডিংয়ের জন্য কোনও উল্লেখযোগ্য লাভ ছাড়াই ইন্ডিয়ান অয়েলের শেয়ারহোল্ডাররা তাদের বিনিয়োগের উপর ১৫.৭০ শতাংশের বিশাল রিটার্ন পেয়েছে। গত এক বছরে এই স্টকটি রিটার্ন দিয়েছে মাত্র ১.৭০ শতাংশ, কিন্তু ১৬ শতাংশ লাভ করেছে শেয়ারহোল্ডাররা।

advertisement

আরও পড়ুন: আরও বাড়ল সোনার দাম! এবার ১০ গ্রামের দাম কত হল আপনার শহরে, জেনে নিন....

বিস্তারিত লভ্যাংশ

২০২১-২২ অর্থবছরে তিনবার লভ্যাংশ দিয়েছে ইন্ডিয়ান অয়েল। ২০২১-এর ১১ নভেম্বর ইক্যুইটি শেয়ার প্রতি ৫ টাকা, ২০২২-এর ৯ ফেব্রুয়ারি ইক্যুইটি শেয়ার প্রতি ৪ টাকা এবং ২০২১-২২ অর্থবছরের জন্য শেয়ার প্রতি ২.৪০ টাকা লভ্যাংশ দিয়েছে কোম্পানি। ২০২১-২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের প্রতি ইক্যুইটি শেয়ারে (৫ টাকা + ৪ টাকা + ২.৪০ টাকা) ১১.৪০ টাকা লভ্যাংশ দিয়েছে এই PSU স্টকটি। বর্তমানে NSE-তে ইন্ডিয়ান অয়েলের শেয়ারের দাম ৭২.৭০ টাকা। অতএব, ইন্ডিয়ান অয়েলের বার্ষিক লভ্যাংশ হল ১৫.৭০ শতাংশ [{(৫ টাকা + ৪ টাকা + ২.৪০ টাকা)/৭২.৭০} x ১০০]।

advertisement

আরও পড়ুন: UPI এর মাধ্যমে ATM থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে না কি দিতে হবে চার্জ ?

লাভ কত?

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

২০২২ সালের অর্থবছরে ইন্ডিয়ান অয়েলের শেয়ারের বার্ষিক লভ্যাংশ হল ১৫.৭০ শতাংশ৷ ২০২২ অর্থবছরের শুরুতে যদি কোনও শেয়ারহোল্ডারের কাছে ১০ লক্ষ টাকার শেয়ার থাকে, তবে PSU কোম্পানি দ্বারা ঘোষিত এই ১৫.৭০ টাকা প্রতি শেয়ারের লভ্যাংশ পাওয়ার পর সেই শেয়ারহোল্ডার কোনো শেয়ার বিক্রি না করেই আয় করেছে ১.৫৭ লক্ষ টাকা। একই ভাবে যেসব কোম্পানি ভালো লভ্যাংশ পায় তারা শেয়ারহোল্ডারদেরও ভালো লাভ দিয়ে থাকে। বিশেষ করে সর্বোচ্চ লভ্যাংশ দিয়ে থাকে সরকারি কোম্পানিগুলো।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Stock Markets: বিপুল লভ্যাংশ দেয় এই সরকারি কোম্পানির স্টক, এবছর দিয়েছে ১৫ শতাংশেরও বেশি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল