সম্প্রতি বেশ কয়েকজন ওয়েবসাইটে কয়েন বিক্রি করে লক্ষপতি হয়েছেন৷ বর্তমানে ই-কমার্স ওয়েবসাইটে এই সুযোগ পাওয়া যাচ্ছে ৷ আপনিও কী পুরনো টাকা জমিয়ে রাখেন ? তাহলে লক্ষপতি হওয়ার রয়েছে দারুন সুযোগ ৷
দেখে নিন দাম কত ? ই-কমার্স সাইট Quickr-এ ক্যুইন ভিক্টোরিয়ার (queen Victoria) ১৮৬২ সালের কয়েন বিক্রি হচ্ছে ৷ এই ওয়েবসাইটে এই কয়েনটি প্রায় ১.৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে ৷ ১৮৬২ সালে তৈরি এক টাকার রুপোর কয়েন বিরল মুদ্রার বিভাগে আসে।
advertisement
কীভাবে বিক্রি করবেন কয়েন ? আপনার কাছে এই কয়েনটি থাকলে এবং সেটি বিক্রি করতে চাইলে সবচেয়ে প্রথমে ওয়েবসাইটে বিক্রেতা হিসেবে নিজেকে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ কয়েনের ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করতে হবে ৷ এরপর পেমেন্ট ও ডেলিভারির শর্ত মেনে অনলাইনে কয়েন সহজেই বিক্রি করতে পারবেন ৷
এখানে করতে পারবেন নিলামি- পুরনো কয়েন বা নোটের নিলামি OLX বা India Mart অনলাইন প্ল্যাটফর্মেও হয়ে থাকে ৷ এখানে আপনাকে নিজের লগ ইন আইডি তৈরি করতে হবে ৷ এর সঙ্গে indiamart.com ওয়েবসাইটেও কয়েন বিক্রি করতে পারবেন ৷ নোটের ছবি শেয়ার করতে হবে ৷