অনলাইন ওয়েবসাইটে পুরনো নোট নিলাম করে বাড়িতে বসে সহজেই পেতে পারেন লক্ষ লক্ষ টাকা ৷ এর মধ্যে একটি নোটের দাম উঠেছে প্রায় ৭ লক্ষ টাকা ৷
স্বাধীনতার আগে এটা একমাত্র মোট যেখানে গর্ভনর জে ডব্লু কেলির স্বাক্ষর রয়েছে ৷ ৮০ বছর পুরনো এই নোট ব্রিটিশ ইন্ডিয়ার তরফে ১৯৩৫ জারি করা হয়েছিল ৷ ইবেতে সব নোটের জন্য এত টাকা মিলছে এমনটা নয় ৷ কম টাকায়ও অনেক নোট বিক্রি হয় ৷ ১৯৬৬ সালের এক টাকার নোট ৪৫ হাজার টাকায় মিলছে ৷ একই ভাবে ১৯৫৭ সালের একটি নোট ৫৭ টাকায় মিলছে ৷
advertisement
এছাড়া নোটের বান্ডেলও বিক্রি করতে পারেন ৷ ১৯৪৯, ১৯৫৭ ও ১৯৬৪-এর ৫৯ নোটের বান্ডেলের বদলে আপনি পুরো ৩৪,৯৯৯ টাকা পেতে পারেন ৷ ১৯৫৭ সালের এক টাকার নোটের বান্ডেলের জন্য মিলবে ১৫ হাজার টাকা ৷
১৯৬৮ সালের এক টাকার একটি বান্ডেল ৫৫০০ টাকার ৷ এর মধ্যে একটি নোটের নম্বর ৭৮৬ ৷ বেশিরভাগ নোটের অর্ডারের শিপিং ফ্রি থাকে ৷ তবে কিছু ক্ষেত্রে ৯০ টাকা শিপিং লাগে ৷ তবে পেমেন্ট অনলাইন করতে হবে ৷ এর জন্য ক্যাশ অন ডেলিভারির অপশন নেই ৷
বর্তমানে একাধিক ওয়েবসাইট রয়েছে যেখানে পুরনো নোট ও কয়েন কেনার ও বিক্রি করার সুবিধা রয়েছে ৷