TRENDING:

ফিক্সড ডিপোজিটেও ফাঁদ পাতছে প্রতারকরা! রইল তা থেকে বাঁচার উপায়

Last Updated:

গ্রাহকের ব্যক্তিগত এবং ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য চুরি করার জন্যই প্রতারকরা এখন ফিক্সড ডিপোজিটের সাহায্য নিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চারিদিকেই বিভিন্ন ভাবে ফাঁদ পাতছে সাইবার জালিয়াতরা (Cyber Fraud)। রোজ-রোজ নতুন নতুন ফন্দি-ফিকির করে মানুষের টাকা লুঠ করতে চায় এই ধরনের অপরাধীরা। তবে এ-বার সেই ফাঁদের খপ্পরে পড়ল সবথেকে ভালো এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম অর্থাৎ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা এফডি (FD)। কিন্তু কী-ভাবে?
advertisement

আসলে বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে সকলেই এমন জায়গায় বিনিয়োগ করতে চান, যেখানে ভালো টাকা রিটার্ন পাওয়া সম্ভব। আর তার জন্য বাজারে রয়েছে বিভিন্ন ধরনের স্কিম এবং ফান্ড রয়েছে। তবে সুরক্ষিত এবং নিরাপদ ভাবে বিনিয়োগ করে ভালো টাকা রিটার্ন পাওয়ার জন্য অন্যতম উপযুক্ত মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। আর নিরাপদ বলে পরিচিত এই বিনিয়োগ বিকল্পই এখন দুর্নীতিবাজদের নজরে পড়েছে। কারণ গ্রাহকের ব্যক্তিগত এবং ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য চুরি করার জন্যই প্রতারকরা এখন ফিক্সড ডিপোজিটের সাহায্য নিচ্ছে। আর তার জন্য সাইবার অপরাধীরা ফোন করছে কোনও ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা গ্রাহকদের কাছে। আর এই ফোন করে তারা গ্রাহকদের বিভিন্ন তথ্য আপডেট করার কথা বলছে।

advertisement

আরও পড়ুন: স্বপ্নপূরণের দুর্দান্ত সুযোগ, মারুতির এই তিনটি গাড়িতে মিলছে প্রচুর প্রচুর ছাড়

এ-ভাবে গ্রাহকদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য উঠে আসছে জালিয়াতদের হাতে। আর এক বার গ্রাহকরা নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দিয়ে দিলেই মুহুর্তের মধ্যে সাফ হয়ে যাচ্ছে তাঁদের অ্যাকাউন্ট। বর্তমানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রেই অনলাইনে ফিক্সড ডিপোজিটের সুবিধা পাওয়া যায়। এ-ছাড়াও ব্যাঙ্কের বিভিন্ন ধরনের সুবিধাও পাওয়া যায় অনলাইনে। আর এর জন্যই দুর্নীতিবাজদের আরও সুবিধা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রতারণা করতে। তাই এক নজরে দেখে নেওয়া যাক, এই ধরনের দুর্নীতি থেকে বাঁচার উপায়।

advertisement

বাঁচার উপায়:

cnbctv18.com একটি রিপোর্ট অনুযায়ী, যে কোনও ধরনের দুর্নীতি থেকে বাঁচার সবথেকে ভালো উপায় হল - ব্যাঙ্ক সম্পর্কিত ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা চলবে না। সেই সঙ্গে নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রানজাকশন সংক্রান্ত তথ্যও নির্দিষ্ট সময় অন্তর অন্তর চেক করে যেতে হবে। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার সময় নিজেদের প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে দিয়ে ফর্ম পূরণ করতে হবে। সেই সময় ভুল ফোন নম্বর এবং ভুল ই-মেল আইডি দিলে পরবর্তীকালে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। কারণ ব্যাঙ্কের তরফে ওটিপি এবং বিভিন্ন ধরনের মেসেজ সংশ্লিষ্ট ফোন নম্বর এবং ই-মেল আইডি-তেই পাঠানো হবে। এ-ক্ষেত্রে সেটি অন্যের কাছে চলে গেলে মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যেতে পারে গ্রাহকের অ্যাকাউন্ট। তাই মনে রাখতে হবে যে, ফিক্সড ডিপোজিটের টাকা জমা করার ফর্ম কিন্তু সঠিক ভাবে পূরণ করতে হবে।

advertisement

গুরুত্বপূর্ণ তথ্য:

দুর্নীতিবাজদের হাত থেকে বাঁচার জন্য সব সময় মনে রাখা প্রয়োজন যে, নিজেদের ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য কখনও অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। বিভিন্ন ধরনের টোপ দিয়ে গ্রাহকদের ফোন করা হয়। এই সকল ক্ষেত্রে ফাঁদে পা না-দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা উচিত। একটি কথা সব সময় মনে রাখা দরকার যে, ব্যাঙ্ক থেকে কখনও ফোন করে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর, ওটিপি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাওয়া হয় না। সুতরাং অন্য কেউ ফোন করে এই সকল বিষয়ে জানতে চাইলে কখনওই সেগুলো শেয়ার করা উচিত নয়।

advertisement

আরও পড়ুন: লকারে রাখছেন ভরি ভরি সোনা ? নিরাপদ থাকবে তো ? জেনে নিন সমস্ত খুঁটিনাটি

সঠিক ওয়েবসাইট:

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ফিক্সড ডিপোজিট চালু করার সময় ব্যাঙ্কের সঠিক ওয়েবসাইটে গিয়েই সেটি চালু করা প্রয়োজন। এ-ক্ষেত্রে অন্য কোনও ওয়েবসাইট ব্যবহার করা উচিত নয়। ফিক্সড ডিপোজিট চালু করার সময় খালি চেক দেওয়া উচিত নয়। সব সময় সেই চেকের মধ্যে অ্যাকাউন্ট পেয়ি ফিল্ডে ব্যাঙ্কের নাম লিখে দিতে হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিটেও ফাঁদ পাতছে প্রতারকরা! রইল তা থেকে বাঁচার উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল