TRENDING:

নতুন বাইক-স্কুটার কিনতে খসবে বাড়তি টাকা, দাম বাড়ল হিরো মোটোকর্পের!

Last Updated:

এর আগে, চলতি বছরের ১ এপ্রিল এক দফা দাম বাড়িয়েছিল দেশের শীর্ষ বাইক নির্মাণকারী সংস্থা। ২ মাসের মধ্যে ফের দাম বাড়ল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দাম বাড়ল স্কুটার এবং মোটরসাইকেলের। নতুন বাইক কিনতে গেলে এখন পকেট থেকে খসবে বাড়তি টাকা। দেশের শীর্ষ বাইক নির্মাণকারী সংস্থা হিরো মোটোকর্প তাদের স্কুটার এবং মোটরসাইকেলের উপর ১.৫ শতাংশ দাম বৃদ্ধির ঘোষণা করেছে। সোমবার থেকেই কার্যকর হয়েছেনতুন দাম।
advertisement

বাইক তৈরিতে খরচ বাড়ায় দাম বৃদ্ধি করতে হচ্ছে বলে জানিয়েছে হিরো মোটোকর্প। এর আগে, চলতি বছরের ১ এপ্রিল এক দফা দাম বাড়িয়েছিল দেশের শীর্ষ বাইক নির্মাণকারী সংস্থা। ২ মাসের মধ্যে ফের দাম বাড়ল।

কোম্পানির তরফে জানানো হয়েছে, ইনপুট কস্টের চাপ এবং ব্যবসায়িক কারণে দাম বৃদ্ধি করা ছাড়া উপায় ছিল না। তাই দু’মাস আগে গাড়ির দাম ২ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছিল হিরো। এরপর নির্দিষ্ট কিছু মডেলের দাম বাড়ানো হয়।

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে লকারে রাখা জিনিসের কী হবে? আপনার যা জানা দরকার!

হিরো মোটোকর্পের আশা, দেশের বেশিরভাগ অংশে যেহেতু স্বাভাবিক বর্ষা নেমেছে, তাই অর্থনৈতিক সূচকগুলি ফের শক্তিশালী হবে। এতে যানবাহনের চাহিদা বাড়তে পারে। তাছাড়া উৎসবের মরশুমেও বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি স্বল্পমূল্যের বিভাগে প্যাশন প্লাস লঞ্চ করেছে হিরো মোটোকর্প। এর সঙ্গে প্রিমিয়াম সেগমেন্টে নিয়ে এসেছে এক্সট্রিম ১৬০ ৪ভি। এক্সট্রিম ১৬০আর ৪ভি-র দাম ১,২৭,৩০০ টাকা (এক্স শোরুম) থেকে শুরু। তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: ৪০৫ কোটি টাকার আইপিও নিয়ে এল SENCO, আপনি কিনেছেন? হাতে মাত্র ২ দিন সময়!

চলতি বছরে বেশ কিছু নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনা রয়েছে হিরো মোটোকর্পের। এর মধ্যে Karizma XMR 210 অন্যতম। কোম্পানি ১৬০ সিসি এবং তার উপরের ক্যাটাগরিতে নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। প্রতি তিন মাস অন্তর তাই নতুন মডেল আনার পরিকল্পনাও রয়েছে হিরো মোটোকর্পের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সম্প্রতি কোম্পানির সিইও নিরঞ্জন গুপ্তা একথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, হিরো মোটোকর্প প্রতি ত্রৈমাসিকে অন্তত একটি নতুন পণ্য লঞ্চ করবে। প্রিমিয়াম পণ্য তৈরির জন্য ইতিমধ্যেই হার্লে ডেভিডসনের সঙ্গে চুক্তি করেছে তারা। এই সেগমেন্টে Baja-Triumph-এর সঙ্গে তাদের মূল প্রতিযোগিতা। পাশাপাশি চলতি পণ্যগুলির আপডেট সংস্করণ আনার পরিকল্পনাও রয়েছে হিরো মোটোকর্পের।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন বাইক-স্কুটার কিনতে খসবে বাড়তি টাকা, দাম বাড়ল হিরো মোটোকর্পের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল